ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৫ জুন, ২০১৯

 এক বুক আকাশ
 ~~দ্বৈপায়ন চ্যাটার্জী

জানালার ধারে বসে বৃষ্টির কথা ভাবছি,
সে আসবে বলেছিল,এখনো তো এলোনা!
আমি একমনে ভেবে চলেছি ,
হঠাৎ তুমি আসলে,
বৃষ্টির আসার কথা ছিলো,
তুমি এলে,
দেখো আমার চোখে বৃষ্টি নেমে এলো ,
অপ্রত্যাশিত মূল্যবান জিনিস হঠাৎ পেয়ে গেলে বুঝি এভাবেই বৃষ্টি নেমে আসে চোখে!
আমি আকাশের বৃষ্টির অপেক্ষায় সারা সন্ধ্যে কাটিয়ে দিলাম,
বৃষ্টি এলোনা,
তুমি এলে,দেখো বৃষ্টি নেমে এলো।
আমার কাছে এসে আমার চোখ মুছলে,
তোমার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষন,
তুমি অদ্ভুত সুন্দর,
তোমার ওই আঁখিপটে সত্যি ই কি আমারই নাম লেখা আছে,
নাকি অজস্র সৌন্দর্য্যের মাঝে আমি বিলীন!
দুজনে এসে বসলাম পাশাপাশি,
হঠাৎ করে তোমাকে পেয়ে ভুলে গেছি আকাশের কথা,
ভুলে গেছি বৃষ্টির কথা,
ভুলে গেছি মেঘেদের কথা!
তুমি এত সুন্দর,
আদর চাইনা আজ,
সে তো অনেক দামি,
শুধু তাকিয়ে থাকতে দাও,
যেমন করে আকাশের দিকে তাকিয়ে ছিলাম বৃষ্টির আশায়!
তুমিতো আমার আকাশ,
এক বুক আকাশ!





সে বসন্ত আজও আসেনি
     দ্বৈপায়ন চ্যাটার্জী

সে বসন্ত আজও আসেনি
যে বসন্ত আমার ঘুম ঘুম চোখে চুমু এঁকে দিত,
সে বসন্ত আজও আসেনি।
যে বসন্ত আমার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে নিষিদ্ধালাপে বাঁধ সাধতো,
সে বসন্ত আজও আসেনি।
যে বসন্তের রোদের চাদর বিছিয়ে দুজন বসতাম সংগোপনে,
সে বসন্ত আজও আসেনি।
কতো বসন্ত এলো গেলো,
সে বসন্ত আজও এলোনা।
সোনা ছুঁয়ে দিলে ফুল হয়ে যায়,
এমন বসন্তেরা আজও এলোনা।
তারা কি আসতে চায়না!
নাকি তাদের আসতে দেয় না ,
নাকি মাতাল করে রাখে কোনো একান্ততায়!
যাতে পোড়া গন্ধের সাথে মিশে নিজেকে গন্ধহীন না করতে পারে!





নয়ন মেলে
দ্বৈপায়ন চ্যাটার্জী

নয়ন মেলে চেয়ে যে দেখি,নেইগো তুমি হেথা,
পাগল পারা মন যে আমার বৃথাই খোঁজে সেথা,

আকাশ কুসুম ভাবি আমি, অপার যে তার ক্ষেত্র,
সর্বনাশা খিদে আমার ,নয় গো  অল্পমাত্র।

আসবে তুমি হঠাৎ করে এমন মন্ত্রবলে,
সাত টা সাগর পার করবে,সে এক ছলে বলে।

দেখব তোমায় তৃপ্তি করে দু চোখ ভরে ওগো,
একটু না হয় তোমার প্রতি ক্রুদ্ধ আমি হবো।

বলবো তোমায়,ছিলাম আমি মন খারাপের দেশে,
আসতে দেরি করলে কেনো, আমায় ভালোবেসে।

কপাল ছুঁয়ে ঠোঁট দুখানি বলবে তুমি ওগো,
"রইব পাশে এবার থেকে,এবার হাসো, হ্যাঁ গো?"

ঠোঁট ফুলিয়ে মিথ্যে করে, করবো কাঁদার ভান,
আদর করে গান শোনালেই ভাঙবে অভিমান।

আদর টুকুর স্পর্শ পেলেই, তখন  আমি স্বাধীন,
বান ভাসাবো অঙ্গে তোমার,রাত হোক বা দিন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন