অনিমেষ- প্রথমেই জানাই তোমায় জলফড়িংয়ের কফিকথা আড্ডায় স্বাগত এবং তোমার প্রথম সন্তান "ক্লিভেজ ও কাউন্টার" জন্য অসংখ্য ভালোবাসা
অভিষেক কর-Thank you
অনিমেষ-এবার আড্ডায় আসা যাক দাদাই
অভিষেক কর-হ্যা বল
অনিমেষ-আচ্ছা তুমি কি মনে করো ফেসবুক যারা নিয়মিত লেখা বা যাদের ফলোয়ার আছে তারা ভবিষ্যতে কবি?
অভিষেক-দেখ আমার কাছে প্রথমত কবি হওয়া র কোনো নির্দিষ্ট criteria থাকে না, বা কোনো বায়োডেটা লাগে না বা যেকোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট থাকতেই হবে তেমন ও না।
কবি হওয়াটা অনেকটাই নির্ভর করছে তোমার লেখা কতটা পাঠকের মনে ধরা দিতে পারছে।
হ্যাঁ এবার যদি কেউ জিজ্ঞেস করে যে যেই লেখক বা যিনি লিখছেন তার যদি কোন পাঠক না থাকে তাহলে কি সে কবি নয়? দেখ একটা শিল্প তখনই তা পায় যখন তার একটা কনজিউমার ভ্যালু তৈরি হয়।
তাই আমার কোথাও গিয়ে মনে হয় যে আজকে যদি ফেসবুকে লিখেছে তার কবি না হওয়ার কোন কারন নেই,
তবে যথেষ্ট একটা পোটেনশিয়াল আছে পরবর্তী কালে গিয়ে আরো বড় মাপের পরিচিতি পাওয়ার জন্য।
ফেসবুকে একটা মঞ্চ যেখানেই একটা বৃহত্তর অডিয়েন্স পাওয়া যায়, আমরা আলাদা করে যে রকম একটা কবি সম্মেলনে আয়োজন করি বা কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজন করি তেমনি আমার মনে হয় যে প্রত্যেকটা লেখক এখন রোজ বা প্রায় তার কবিতা ফেসবুকের মাধ্যমে উদযাপন করে।
অনিমেষ-তোমার কথা ফেসবুক একটা নতুন মঞ্চ যেখানে নিজেকে মেলে ধরা যায়
অভিষেক-শুধু তাই নয় নিজেকে প্রকাশ করা এবং নিজের প্রকাশ করা অনুভূতি আবেগ কিংবা কাজ নিয়ে অনেক বৃহত্তর মানুষের কাছে অনেক অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়।
অনিমেষ-প্রসঙ্গত একজন সাধারণ মানুষ যে ফেসবুক সাহিত্যে চর্চা করে সে অংশুমান কর চেনে না কিন্তু অভিষেক কর কে চেনে এই বিষয় কিছু বলবে(প্রসঙ্গত)
অভিষেক- সাধারণ মানুষ আমিও।
ধৃষ্টতা না নিলে সাধারণ মানুষ জয় গোস্বামী ও তার কাছে, যাকে সে চেনে না।
অংশুমান বাবু কে চেনা আর তার পাঠক হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে, আমিও হয় তো ওনার সব লেখা পড়িনি। হয় তো কি, আমি নিশ্চিত আমি পড়িনি। তাই আমি ওনাকে তো তেমন চিনি না,
আমার একটা দুটো লেখা খুব বেশি কিছু মানুষ পড়ছে বলেই আমি ভালো লেখক হলাম তাই না। তবে হ্যাঁ আমি একটু বেশি সুযোগ পেয়েছি একটু বেশি অডিয়েন্স এর কাছে পৌঁছে যাওয়ার। এটা আমার ট্যালেন্ট নয়, বলতে পারিস আমি লাকি।
অনিমেষ- দাদায় একটা কথা, তুমি বললে তুমি সুযোগ পেলে কিন্তু অংশুমান কর আনন্দপুরস্কার পেয়েছিল আর কৃত্তিবাসের সহসম্পাদক,তাহলে কি শুধু শেয়ারের আর কমেন্টের ভিত্তি করে তুমি বলছো তুমি এগিয়ে।
অভিষেকঃ- আমি একবারও বলিনি কিন্তু এগিয়ে।
ভালো করে পড়ে দেখ।
আমি বলেছি আমি লাকি যদি আমাকে বেশি মানুষ চিনে থাকে ফেসবুক এ।
আর আমার কাছে সাহিত্যের প্রতিদ্বন্দ্বিতা হয় না তাই এগিয়ে, পিছিয়ে কেউ না। আমরা সবাই চেষ্টা করি একসাথে লেখার। আর লিখে যাওয়ার। প্রতিদ্বন্দ্বিতা বা ক্লাস টা ভীষণই আপেক্ষিক।
অনিমেষ-কফি টা ঠান্ডা হয়ে যাবে☕
অভিষেক -আচ্ছা মিষ্টি হাসির সাথে☺
অনিমেষ- আচ্ছা দাদায় এবার কিছু টা তোমার নিয়ে কথা বলা যাক
অভিষেক- হ্যাঁ বল
অনিমেষ- আচ্ছা দাদাই আমরা সবাই জানি তোমার সমকামিতা নিয়ে লড়াইয়ের কথা
অভিষেক কর- হ্যাঁ
অনিমেষ-তোমার university লড়াই কেমন তা যদি একটু বলো
অভিষেক-দেখ প্রথমের দিকে ইউনিভার্সিটি কে খুব বেশি সহিষ্ণু মনে হয়েছিল।
যদি একটা ছেলে হয়ে চোখে কাজল পরে, কানের পরা, একটু স্বাভাবিক থেকে বেরিয়ে পোশাক পরা সমকামিতার লক্ষণ হয়, তাহলে আমাকে প্রথমের দিকে এসব নিয়ে কোনো চাপ বা কোনো টিটকারী র সমুক্ষীন হতে হয় নি।
কিন্তু হঠাৎ পুলওয়ামা ঘটনার সময় আমার এক যুদ্ধ বিরোধী পোস্ট নিয়ে নোংরামি হওয়ার পর, আমাকে ইউনিভার্সিটি তে ভীষণ মারধোর করা হলো, তবে মারধোর করার সময় দুষ্কৃতীরা সেই ঘটনা নিয়ে কত কি বলেছে মনে নেই, কিন্তু আমাকে সমকামী হবার জন্যই বেশি আঘাত করে। আমার সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে খিস্তি করে, একটি মেয়ে আমার গলায় ফাঁস দিতে যায়।
যখন ইউনিভার্সিটি অথরিটি অবধি কথা গুলো পৌঁছায়, আর আক্রমণকারী দের প্রশ্ন করা হয়, ওরা প্রথমেই বলে,
*আমি সমকামী তাই মেরেছে, আমি প্রকাশ্যে আমার সমকামী হওয়া নিয়ে কথা বলি তাই মেরেছে। আমি সমকামী এবং আমাকে অনেকে ভালো বাসে আর সম্মান করে, তাই জন্য নাকি অনেকে প্রভাবিত হয়ে সমকামী হতে পারে। ওদের মতে সমকামী হওয়া টা একটা ট্রেন্ড, যেটা উচিত না।
আমার রুস্টিকেশন এর দাবি করা হয়।
অনিমেষ-আচ্ছা দাদায় সমকামী নিয়ে প্রচার করাটাই পছন্দ করতো না
অভিষেক কর-ঘটনা থিতিয়ে যাওয়ার পরেও আমাকে এই গে, এই ছক্কা বলে ডাকা হতো আর এমনকি মারধোর করার পুনরায় হুমকিও দেওয়া হয়, ভোট এর আগে।
তা ছাড়া আরেকটা বড়ো বিষয় ছিল সমকামী হয় এ এত পরিচিত কেনো?
ওদের মতে সমকামী মানেই স্যান্ডি সাহার মতো খিস্তি খেতে হবে। সমকামী নিয়ে প্রচার আবার হয় নাকি!
যেমন তোরা প্রকাশ্যে একটা মেয়ে কে ভালোবাসা র কথা বলিস, বা ধর ইন্টারেস্ট দেখাস, আমিও বলি আমার একটা ছেলে কে ভালো লাগে । তবে ইউনিভার্সিটি তে আমার ওমন কাউকেই ভালো লাগে নি, বা অমন ভাবে মিশি নি।
সমকামী হলেই যে যেকোনো ছেলের উপর ঝাপিয়ে পড়বো, সেটা না।
আমাদের ও পছন্দ হবার একটা কিছু নির্দিষ্ট criteria থাকে।
আমি সবার ওপর ক্রাশ খাইনা।
আমি খুব কোন ক্রাশ খাই।সবথেকে বড় সমস্যা কি জানিস!
অন্য সাহিত্যিক বা অন্য সবাই কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতির সাপেক্ষে হেনস্থা হয়, আমি যেকোনো পরিস্থিতি তেই আমার জেন্ডার আইডেন্টিটি নিয়ে হেনস্থার সমুক্ষিন হয়।
অনিমেষ-আমরা আশা রাখি তুমি তোমার লড়াই এ অটুট থাকবে
অভিষেক-এটা আমার লড়াই কি না জানি না, তবে আমি কোনো চাপ এ পড়েই স্ট্রেট হতে পারবো না। ওটা আমার অপারগতা নয়, ওটাই আমার বায়োলজি
অনিমেষ-আচ্ছা দাদায় তুমি এমন 5 জন নবাগত কবির নাম বলো যারা এখন ফেসবুক কাঁপাছে
অভিষেক-Facebook কাপাচ্ছে!
আমি তো ভূমিকম্প ভয় পাই রে।
তবে নিজের পছন্দের কিছু লেখকের নাম বলতে পারি। তিন জন বলতে পারি প্রথমত
১ অভীক রায় আমার কবি প্রেম
২ অরুনাশিস শোম
৩ সুব্রত বারিষওয়ালা
৪ সূর্য সুরেলিয়া
৫ জয় জাহাজী
অনিমেষ-আচ্ছা এমনি অভিষেক কর আর কবি অভিষেক কর এর মধ্যে কে লড়াই বিশ্বাস করে
অভিষেক-আজ আমি কবি ( যদি হই) বলেই তোরা এসেছিস আমার সাথে কথা বলতে, তাই লেখক অভিষেক কর জিতে যায় বারবার,
কিন্তু ব্যক্তি অভিষেক রোজ লড়ছে, আর তারপর হাসছেও।
অনিমেষ-আচ্ছা ব্যাক্তি অভিষেক কর কোনোদিন ভেঙেছে, কেঁদেছে?
অভিষেক-ব্যক্তি অভিষেক কর ছোট থেকেই খুব sensitive,
তবে মান পাইনি সে বা তার আবেগ। কেউ তার মান ভাঙ্গানোর চেষ্টা করে না সেই ভাবে। পরিচিত অভিষেক যত টাই importance পায়, ব্যক্তি অভিষেক তত বেশি কোণঠাসা হয় আত্মীয়ও বা কাছের লোকের কাছে।
ব্যক্তি আমি টি রোজ ভাঙি, রোজ একটু হলেও কাঁদতে হয়।
আমি নিজেও জানি আজ অনেক কাছের মানুষ আমার কাছে কারণ আমি জনপ্রিয় একটু হলেও।
নাহলে বিশ্বাস কর আমি লিখতে না জানলে, বলতে না জানলে হয় তো শুধুই কিছু টিটকারী বা অবজ্ঞার পাত্রই হতাম
অনিমেষ-আমরা চাইবো তোমার কষ্টের ইতি হোক।
নতুন কোনো বই বেড়াবে এবার তোমার।
অভিষেক-হ্যা আগামী বইমেলায়।।
সেই একই team।
প্রকাশক সৌরভ বিশাই, প্রচ্ছদ শিল্পী শুভেচ্ছা বৈরাগ্য , বার্তা প্রকাশনা,এবং আমি
অনিমেষ- তোমার কফিকথা কেমন লাগলো বলো
অভিষেক-দেখ এমন আড্ডা বা সাক্ষাৎকারের এর আগে বার কয়েকবর সুযোগ হোয়েছে।
তবে হ্যা তোরা ভীষণ আত্মীয়তা নিয়ে কথা বলেছিস, আর আমার এত বকবক সহ্য করার জন্য ধন্যবাদ তোদের।
ভালো থাকিস। এগিয়ে যা অনেক।
অনিমেষ-তুমিও ভালো থেকে দাদায় আমরা তোমার নতুন বইয়ের জন্য অপেক্ষায় রইলাম❤❤❤
ভালো থেকো
অভিষেক কর-আদরে বড়ো হোক সাহিত্য তোদের লালনে। ভালো থাকিস।
অনিমেষ-ধন্যবাদ
Toke to personally chenar kono sujog chilona.. Kintu horof kore bolte pari tui khub bhalo mon er manush ar sposto bokta, Tai toke khub bhalobasi.. Tor fem thak ba na thak, tui bishal boro map er kobi hosh ba na hosh.. Amar jibone tor jayga ta eromi thakbe.. Tui amar khub khub kacher manush, karon tor sob kobita r moddhe nijeke khuje pai.. Love you sona bhai ti amar..
উত্তরমুছুন