- : "রা - স্বা " :-
~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~
বিষয় :- " শিশু শ্রমিক "
বিভাগ :- স্বরচিত কবিতা
তারিখ :- ১৪ /০৬ /২০১৯
কবিতার শিরোনাম :- " মু সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর "
#কলমে :- রাসমণি সাহা দেবনাথ
ক'দিন ইস্কুলটোতে যাইতেটো পারি লাই,
বাপ রে বাপ ! তাই বইল্যে মিসটোর এ্যাত্তো রাগ?
আগুতেই বল্ল্যে আসিস নাই ক্যেনে ?
মু' তখনও দাঁত কেলিয়ে হাসতেটোছি...
সিটো দেখে তো মিসটোর আরও রাগ।
বল্ল্যে হাত পাত! মনে হতিছে দমে মারবেইক।।
হাতটো পিছুতে রেখেটো ছিলুম,
মিসটো জোর করে টেনে টো আনলে...
কড়া পড়া, কালশিটে ফোসকাওয়ালা হাত দু'খ্যান লুকাইববক কুথাকে ?
তা বাদে মিসটোর দু'চোখ জলে ভরে টো গেল।।
শাস্তি টো দিলে না, শুধু বল্ল্যে.. 'মাথা উঁচু করে বাঁচতে শেখ,
তোকে আদায় করে নিতে হবে সামাজিক সমাদর।'
বাপ বড় সাধ করে নাম দিয়েছিল বিদ্যাসাগর।।
না - না ই সি বিদ্দ্যের জাহাজ টো লই...
মু' সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।
বাপ টো রোজের মতো খাদানের নিচে কাজে গেল...
তিন দিন পর লাশ হয়ে উপরটোতে এল।
পুতুলের মতো ছোট্ট বুনু আর মাটো কে লিয়ে ,
সেই থিইক্যে মামার ঘরকে আছি পরাধীন টো হয়ে।
সক্কাল বেলাতে গোডাউনে পেল্লাই মাল লোডিংটো করি,
বিকেলে চায়ের দুকানে কামটো করি।
রেতের বেলায় মন দিয়ে পড়া লিখাটাও করি।।
কেলাস এ্যইটো তে পড়ি, পরীক্ষাতে ভালো পাশটো দি।।
মু একজন শিশু শ্রমিক, গায়ে গতরে খাটি।
আজ নাকি শ্রম দিবস, তাই মালিক দিলে ছুটি।।
ঘটা করে একদিন শ্রম দিবস পরব মানাইবার কি আছে বটে ?
মু'দের জগতটোতে নাই কো আলো, নাই কো আদর....
মু সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।
আইন তো ঠুঁটো জগন্নাথ আর কানা,
শত শত শিশুর শৈশব টো চুরি হতিছে, দেখতে টো পায় না।
কেউ বাঁধে বিড়ি, কারুর ঠিকানা কাঁচ কারখানা...
কেউ ইঁট ভাটায়, কেউ খাদানে, কেউ বা হয় কুলি।
সমাজের বুদ্ধিজীবীরা চোখে পড়ে আছে ঠুলি।।
সামাজিক শোষণের যাঁতাকলকে জানাই ধিক ধিক ধিক !
গরব করে বলব মু একজন শিশু শ্রমিক।।
হি মু'রা গায়ে গতরে খাটি,
মু'দের ইজ্জত লিয়ে মু'রা বাঁচি।
মু'দের জগতটোতে নাই কুনো সমাদর।
মু' সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিষয় :- " শিশু শ্রমিক "
বিভাগ :- স্বরচিত কবিতা
তারিখ :- ১৪ /০৬ /২০১৯
কবিতার শিরোনাম :- " মু সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর "
#কলমে :- রাসমণি সাহা দেবনাথ
ক'দিন ইস্কুলটোতে যাইতেটো পারি লাই,
বাপ রে বাপ ! তাই বইল্যে মিসটোর এ্যাত্তো রাগ?
আগুতেই বল্ল্যে আসিস নাই ক্যেনে ?
মু' তখনও দাঁত কেলিয়ে হাসতেটোছি...
সিটো দেখে তো মিসটোর আরও রাগ।
বল্ল্যে হাত পাত! মনে হতিছে দমে মারবেইক।।
হাতটো পিছুতে রেখেটো ছিলুম,
মিসটো জোর করে টেনে টো আনলে...
কড়া পড়া, কালশিটে ফোসকাওয়ালা হাত দু'খ্যান লুকাইববক কুথাকে ?
তা বাদে মিসটোর দু'চোখ জলে ভরে টো গেল।।
শাস্তি টো দিলে না, শুধু বল্ল্যে.. 'মাথা উঁচু করে বাঁচতে শেখ,
তোকে আদায় করে নিতে হবে সামাজিক সমাদর।'
বাপ বড় সাধ করে নাম দিয়েছিল বিদ্যাসাগর।।
না - না ই সি বিদ্দ্যের জাহাজ টো লই...
মু' সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।
বাপ টো রোজের মতো খাদানের নিচে কাজে গেল...
তিন দিন পর লাশ হয়ে উপরটোতে এল।
পুতুলের মতো ছোট্ট বুনু আর মাটো কে লিয়ে ,
সেই থিইক্যে মামার ঘরকে আছি পরাধীন টো হয়ে।
সক্কাল বেলাতে গোডাউনে পেল্লাই মাল লোডিংটো করি,
বিকেলে চায়ের দুকানে কামটো করি।
রেতের বেলায় মন দিয়ে পড়া লিখাটাও করি।।
কেলাস এ্যইটো তে পড়ি, পরীক্ষাতে ভালো পাশটো দি।।
মু একজন শিশু শ্রমিক, গায়ে গতরে খাটি।
আজ নাকি শ্রম দিবস, তাই মালিক দিলে ছুটি।।
ঘটা করে একদিন শ্রম দিবস পরব মানাইবার কি আছে বটে ?
মু'দের জগতটোতে নাই কো আলো, নাই কো আদর....
মু সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।
আইন তো ঠুঁটো জগন্নাথ আর কানা,
শত শত শিশুর শৈশব টো চুরি হতিছে, দেখতে টো পায় না।
কেউ বাঁধে বিড়ি, কারুর ঠিকানা কাঁচ কারখানা...
কেউ ইঁট ভাটায়, কেউ খাদানে, কেউ বা হয় কুলি।
সমাজের বুদ্ধিজীবীরা চোখে পড়ে আছে ঠুলি।।
সামাজিক শোষণের যাঁতাকলকে জানাই ধিক ধিক ধিক !
গরব করে বলব মু একজন শিশু শ্রমিক।।
হি মু'রা গায়ে গতরে খাটি,
মু'দের ইজ্জত লিয়ে মু'রা বাঁচি।
মু'দের জগতটোতে নাই কুনো সমাদর।
মু' সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন