ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

লেখিকা মৌসুমী ভৌমিকের কবিতা


কবিতা ও কল্পনা
 
কবিতা কী কল্পনা ? যদিও জানি গল্প না
ভাবের ঘরে ঘুরে আসা, বেশি না হলেও অল্প না।
মনের মাঝে আনন্দ খেলা, পাগল বললেও পরোয়া নেই
শব্দ নিয়ে মেতে থাকাতে খুশির প্রলেপ অল্পতেই।

কবির ঘরে রাজার বাহার নাইবা থাকুক ক্ষতি নেই
মনের রাজা সেজেই থাকে সকাল বিকাল সন্ধ্যেতেই।
কবির মনে বিশাল আকাশ, ডানায় চড়ে বেড়ায় ঘুরে
কল্পনাতে স্বর্গ দেখে, বসবাস তার নিশ্চিন্তিপুরে।

মিথ্যে তোরা বাঁধিস বাঁধন, কবি যে সেই আত্মভোলা
হাজার রকম নালিশ শেষে, মনেতে তো নেইকো দোলা।
কবিতা সেই সুখেই হাসে, নয়ত মিছে কল্পনা
ভাবনাগুলোও উড়তে জানে, সেও কিছু মন্দ না।

২টি মন্তব্য: