#পথ_দেখাও
#মুনমুন_মুখার্জ্জী
ভোর বেলায় শিশুর আজ ঘুম ভাঙ্গে না,
শোনা তো আর হয় না ঘুম জাগানিয়া,
রাত জাগা মা বাবা ভোর বেলা ঘুমায়,
সকালে উঠে সবাই স্কুলেতে দৌড়ায়।
পেয়ারা, লিচু গাছ চেনার অবকাশ নেই,
কাঠবিড়ালী প্রজাপতির সাথে ভাব নেই।
পারুল দিদি, চম্পা দাদার সাথে হল আড়ি,
স্বপ্নেও আসে না তারা খোকা খুকুর বাড়ি।
সারাদিন পড়া পড়া ভালো যে লাগে না,
গল্প ছড়ার বই কেউ পড়তে দেয় না।
শেখে যদি কবিতা কিম্বা হয়তো গান
জিততেই হব তবে, এসব নয়তো ফান।
শিশুরাই খারাপ আছে তা তো কবি না,
গরীবের বুকেও আছে নানান যন্ত্রণা।
জাতের নামে বজ্জাতি আজও যে চলছে,
ভোটের কেনা বেচায় তারাই যে জ্বলছে।
নারীরা জাগে নি এখনো হলেও শিক্ষিত,
কেউ কেউ স্নেহ মায়ায় হয়ে গেছে হত।
কেউ দিয়েছে চরম মূল্য অধিকার চেয়ে,
কেউ বা নিঃসঙ্গ হল সবকিছুই পেয়ে।
কুসংস্কারের ঘেরাটোপে ব্যস্ত জীবন,
ধর্ম, জাত পাতে দিন দিন বাড়ছে মরণ।
সঠিক পথ দেখানোর মানুষ তো নাই,
কবি তোমার রচনায় যেন পথ খুঁজে পাই।
পথ_দেখাও_নজরুল
#মুনমুন_মুখার্জ্জী
ভোর বেলায় শিশুর আজ ঘুম ভাঙ্গে না,
শোনা তো আর হয় না ঘুম জাগানিয়া,
রাত জাগা মা বাবা ভোর বেলা ঘুমায়,
সকালে উঠে সবাই স্কুলেতে দৌড়ায়।
পেয়ারা, লিচু গাছ চেনার অবকাশ নেই,
কাঠবিড়ালী প্রজাপতির সাথে ভাব নেই।
পারুল দিদি, চম্পা দাদার সাথে হল আড়ি,
স্বপ্নেও আসে না তারা খোকা খুকুর বাড়ি।
সারাদিন পড়া পড়া ভালো যে লাগে না,
গল্প ছড়ার বই কেউ পড়তে দেয় না।
শেখে যদি কবিতা কিম্বা হয়তো গান
জিততেই হব তবে, এসব নয়তো ফান।
শিশুরাই খারাপ আছে তা তো কবি না,
গরীবের বুকেও আছে নানান যন্ত্রণা।
জাতের নামে বজ্জাতি আজও যে চলছে,
ভোটের কেনা বেচায় তারাই যে জ্বলছে।
নারীরা জাগে নি এখনো হলেও শিক্ষিত,
কেউ কেউ স্নেহ মায়ায় হয়ে গেছে হত।
কেউ দিয়েছে চরম মূল্য অধিকার চেয়ে,
কেউ বা নিঃসঙ্গ হল সবকিছুই পেয়ে।
কুসংস্কারের ঘেরাটোপে ব্যস্ত জীবন,
ধর্ম, জাত পাতে দিন দিন বাড়ছে মরণ।
সঠিক পথ দেখানোর মানুষ তো নাই,
কবি তোমার রচনায় যেন পথ খুঁজে পাই।
#আমার_হৃদয়
#মুনমুন_মুখার্জ্জী
হৃদয় দিয়ে হৃদয়কে সাজিয়ে
হৃদয় করেছি তোমাকে দান,
হৃদয় দিয়েই তোমার কোরো
যদি কখনো করি অভিমান।
ভুল ভেবে ভুলে যেও না
ভুল করে একা কোরো না,
ভুলটা আমিও করতে পারি
ভেঙে দিতে যেন ভুলো না।
তোমাকে ছাড়া জীবন বৃথা
তোমাতেই আমার মনটা গাঁথা,
তুমি ছাড়া এ জগৎ আঁধার
তুমি মুখ ফেরালে পাব ব্যথা।
হৃদয়ে আমার এমনি থেকো
ভুলের দরজা বন্ধ রেখো,
তোমার সাথেই আমার সুখ
হৃদয়ে তোমার আমায় রেখো।
#মেঘবালিকা
#মুনমুন_মুখার্জ্জী
সুনীল আকাশে মেঘের ভেলা
মেঘবালিকা করছে খেলা,
আকাশগঙ্গা পাড়ি দেবে সে
জলনুপুর পায়ে রুনুঝুনু বাজে।
বাতাসের সাথে হাত মিলিয়ে
বৃষ্টি হয়ে ঠিক আসবে ধেয়ে।
ধুয়ে দেবে ধরার যত কালিমা
প্রতিষ্ঠা হবে এবার তার মহিমা।
ফুলে ফলে ধরা সাজবে নতুন
মেঘবালিকার স্বপ্ন হবে পূরণ।
সবাইকে আনন্দ দিয়ে শেষে
সমুদ্রের সাথে সে মিলবে হেসে।
#মুনমুন_মুখার্জ্জী
ভোর বেলায় শিশুর আজ ঘুম ভাঙ্গে না,
শোনা তো আর হয় না ঘুম জাগানিয়া,
রাত জাগা মা বাবা ভোর বেলা ঘুমায়,
সকালে উঠে সবাই স্কুলেতে দৌড়ায়।
পেয়ারা, লিচু গাছ চেনার অবকাশ নেই,
কাঠবিড়ালী প্রজাপতির সাথে ভাব নেই।
পারুল দিদি, চম্পা দাদার সাথে হল আড়ি,
স্বপ্নেও আসে না তারা খোকা খুকুর বাড়ি।
সারাদিন পড়া পড়া ভালো যে লাগে না,
গল্প ছড়ার বই কেউ পড়তে দেয় না।
শেখে যদি কবিতা কিম্বা হয়তো গান
জিততেই হব তবে, এসব নয়তো ফান।
শিশুরাই খারাপ আছে তা তো কবি না,
গরীবের বুকেও আছে নানান যন্ত্রণা।
জাতের নামে বজ্জাতি আজও যে চলছে,
ভোটের কেনা বেচায় তারাই যে জ্বলছে।
নারীরা জাগে নি এখনো হলেও শিক্ষিত,
কেউ কেউ স্নেহ মায়ায় হয়ে গেছে হত।
কেউ দিয়েছে চরম মূল্য অধিকার চেয়ে,
কেউ বা নিঃসঙ্গ হল সবকিছুই পেয়ে।
কুসংস্কারের ঘেরাটোপে ব্যস্ত জীবন,
ধর্ম, জাত পাতে দিন দিন বাড়ছে মরণ।
সঠিক পথ দেখানোর মানুষ তো নাই,
কবি তোমার রচনায় যেন পথ খুঁজে পাই।
পথ_দেখাও_নজরুল
#মুনমুন_মুখার্জ্জী
ভোর বেলায় শিশুর আজ ঘুম ভাঙ্গে না,
শোনা তো আর হয় না ঘুম জাগানিয়া,
রাত জাগা মা বাবা ভোর বেলা ঘুমায়,
সকালে উঠে সবাই স্কুলেতে দৌড়ায়।
পেয়ারা, লিচু গাছ চেনার অবকাশ নেই,
কাঠবিড়ালী প্রজাপতির সাথে ভাব নেই।
পারুল দিদি, চম্পা দাদার সাথে হল আড়ি,
স্বপ্নেও আসে না তারা খোকা খুকুর বাড়ি।
সারাদিন পড়া পড়া ভালো যে লাগে না,
গল্প ছড়ার বই কেউ পড়তে দেয় না।
শেখে যদি কবিতা কিম্বা হয়তো গান
জিততেই হব তবে, এসব নয়তো ফান।
শিশুরাই খারাপ আছে তা তো কবি না,
গরীবের বুকেও আছে নানান যন্ত্রণা।
জাতের নামে বজ্জাতি আজও যে চলছে,
ভোটের কেনা বেচায় তারাই যে জ্বলছে।
নারীরা জাগে নি এখনো হলেও শিক্ষিত,
কেউ কেউ স্নেহ মায়ায় হয়ে গেছে হত।
কেউ দিয়েছে চরম মূল্য অধিকার চেয়ে,
কেউ বা নিঃসঙ্গ হল সবকিছুই পেয়ে।
কুসংস্কারের ঘেরাটোপে ব্যস্ত জীবন,
ধর্ম, জাত পাতে দিন দিন বাড়ছে মরণ।
সঠিক পথ দেখানোর মানুষ তো নাই,
কবি তোমার রচনায় যেন পথ খুঁজে পাই।
#আমার_হৃদয়
#মুনমুন_মুখার্জ্জী
হৃদয় দিয়ে হৃদয়কে সাজিয়ে
হৃদয় করেছি তোমাকে দান,
হৃদয় দিয়েই তোমার কোরো
যদি কখনো করি অভিমান।
ভুল ভেবে ভুলে যেও না
ভুল করে একা কোরো না,
ভুলটা আমিও করতে পারি
ভেঙে দিতে যেন ভুলো না।
তোমাকে ছাড়া জীবন বৃথা
তোমাতেই আমার মনটা গাঁথা,
তুমি ছাড়া এ জগৎ আঁধার
তুমি মুখ ফেরালে পাব ব্যথা।
হৃদয়ে আমার এমনি থেকো
ভুলের দরজা বন্ধ রেখো,
তোমার সাথেই আমার সুখ
হৃদয়ে তোমার আমায় রেখো।
#মেঘবালিকা
#মুনমুন_মুখার্জ্জী
সুনীল আকাশে মেঘের ভেলা
মেঘবালিকা করছে খেলা,
আকাশগঙ্গা পাড়ি দেবে সে
জলনুপুর পায়ে রুনুঝুনু বাজে।
বাতাসের সাথে হাত মিলিয়ে
বৃষ্টি হয়ে ঠিক আসবে ধেয়ে।
ধুয়ে দেবে ধরার যত কালিমা
প্রতিষ্ঠা হবে এবার তার মহিমা।
ফুলে ফলে ধরা সাজবে নতুন
মেঘবালিকার স্বপ্ন হবে পূরণ।
সবাইকে আনন্দ দিয়ে শেষে
সমুদ্রের সাথে সে মিলবে হেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন