ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১২ জুন, ২০১৯

সন্দীপের কলম পড়ুন


১.)
অভ্যাস

ধুলোমাখা স্মৃতিগুলো যখনি ফিরে পাই
দলা পাকিয়ে রাত নেমে আসে নিঝুম উপত্যকায়
ঘরে জ্বলতে থাকা রাতবাতি থেকে
আদুরে বেহাগ ঝরে পড়ে নরম ঘুমে
টুপ করে ঝিনুকটি ডুব দিলো
 নীলপরীর ডানায় ।

কিন্তু সকাল হলে আর এই স্বপ্নের কথা মনে থাকে না ।

২.)
জোনাকির গান 

তুমি ধানসিঁড়ির ঘাটে কাপড় শুকোবে বলেছিলে না ।

নদী গর্ভে বিলীন হয়ে যাবে সূর্যের ঢেউ
কেউ জানবে না অথচ তুমি আর
রাস্তার কুকুরগুলো অচেতন হয়ে ঘুমোবে এক বিছানায়।

বলোনা “ শীতকাল কবে আসবে সুপর্ণা ” ?

আমি কৌটো ভরে বিস্কুট এনে রাখবো ।।


৩.)
শেষ বেলায়

আসবে বলেছিলে তাই আমি ঘর গুছিয়ে রেখেছি
বইয়ের তাকে পরিপাটি সজ্জা  ।

তোমার পছন্দের রুম ফ্রেশনারের গন্ধে
দেওয়ালের গায়ে যেন ফুল ফুটেছে ।

মন দিয়ে জল দিচ্ছিলাম টবের চারাগাছে
বা সেকেন্ড গুনছিলাম এক এক করে  ।

শুধু বারান্দার আলো জ্বালাতে ভুলে গেছি বলেই
তুমি রাস্তা বদলে ফেলেছো  ।।


৪.)
এই বড়ো ক্লান্তির দিন 

এই ব্রহ্মাণ্ডের আমি কিছুটা জানি

যেমন – গরম চায়ে ফুঁ দিয়ে চুমুক দিতে হয়
প্রেমিকার মুখের উপর চুল উড়ে এলে
তাকে কানের পাশে সরিয়ে দিলেই হলো

খুসখুসে কাশিতে আদা তুলসীপাতা উপকারী
স্বাস্থ্য ভালো রাখার জন্য আট ঘণ্টা ঘুমাতে হয়।

আর লেখা ফুরোনোর আগেই একদিন মরে যেতে হয়

এটুকই  ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন