অজ্ঞাত
দালান জাহান
অজ্ঞাত সেই নারী
যাকে প্রথম দেখেছিলাম
একটি রক্তবর্ণ আপেলের উপর
জ্বলন্ত মোমের ফোঁটায় গলে গলে পড়ছে।
যে পালিয়ে এসেছিল
এক বর্ণিল শহরের সমস্ত সুন্দর জ্বালিয়ে
যার স্তনের বোঁটায় লেপ্টে ছিল
উত্তপ্ত সব বুলেটের খোসা।
শুধু মাত্র মানুষের ক্রন্দনে
প্রতিটি সিঁড়ির পাশে যে বসিয়েছিল
সশস্ত্র সৈনিকের কার্তুজ মাথা
ট্যাঙ্ক লরি পিস্টনের শব্দে
কেঁপে উঠেছিল যার হৃদপিণ্ড বুট।
অজ্ঞাত সেই নারী
যাকে দ্বিতীয় বার দেখেছিলাম
রক্তে-মোড়ানো কফিনের পাশে
আগুন-অন্ধকারে কেঁদে ছিলাম
আকাশে মুখ তোলে।
দালান জাহান
29/4/19
দালান জাহান
অজ্ঞাত সেই নারী
যাকে প্রথম দেখেছিলাম
একটি রক্তবর্ণ আপেলের উপর
জ্বলন্ত মোমের ফোঁটায় গলে গলে পড়ছে।
যে পালিয়ে এসেছিল
এক বর্ণিল শহরের সমস্ত সুন্দর জ্বালিয়ে
যার স্তনের বোঁটায় লেপ্টে ছিল
উত্তপ্ত সব বুলেটের খোসা।
শুধু মাত্র মানুষের ক্রন্দনে
প্রতিটি সিঁড়ির পাশে যে বসিয়েছিল
সশস্ত্র সৈনিকের কার্তুজ মাথা
ট্যাঙ্ক লরি পিস্টনের শব্দে
কেঁপে উঠেছিল যার হৃদপিণ্ড বুট।
অজ্ঞাত সেই নারী
যাকে দ্বিতীয় বার দেখেছিলাম
রক্তে-মোড়ানো কফিনের পাশে
আগুন-অন্ধকারে কেঁদে ছিলাম
আকাশে মুখ তোলে।
দালান জাহান
29/4/19
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন