নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৃগাঙ্ক মজুমদারের গুচ্ছ কবিতা

 

কবি: মৃগাঙ্ক মজুমদার




বর্ষা এলে-১ 


যে সব জলে জং ধরে না 

সেই সব জলকণা জুড়ে 

লোভ বেঁচে থাকে । 


মেঘ করার পরে 

আষাঢ়, শ্রাবণ গুনতে থাকে যখন মন, 

তখন শহর আর গ্রাম জুড়ে 

চাতকের প্রেম ভিজতে থাকে ।


বর্ষা এলে, 

একমনে পাপ ধুতে থাকে

ধুতে থাকে সব যৌন গন্ধ, 

বৃষ্টিস্নাত মলেস্টেশন,

আর স্তাবকতা,

বৃষ্টির মতন 

ঝরতে থাকে। 





বর্ষা এলে -২ 


জলরঙে আঁকা 

বা পেনসিল 

সব জলফড়িং ই 

বিষাদ জলে 

একবার না একবার 

ডুবেই যায় ।


বর্ষা এলে, টাপুরটুপুর 

শব্দ জড়িয়ে যারা হাত ধরে 

হেমন্তে নীরব থাকে 

আর 

শীতে হিমঘরে কাঁটা ছেঁড়া হয় । 



বর্ষা  এলে -৩ 


জল বেয়ে যে সমস্ত 

উমনো, ঝুমনো 

অগোছালো ভালোবাসার 

আঁকড়ে ধরে,

বৃষ্টি জুড়ে তারাই 

বেপরোয়া হয়ে আচমকা 

ঠোঁটের উপর আছড়ে পড়ে ।

তার পরে একটাই ছাতা,

জলে ভিজে ভাঁড়ে চা 

আর দুটো বর্ষা এভাবে পেরোনোর পরে 

প্রবাসে খবর  পাই 

তোমার বাড়ির লোকেরা 


জল সইতে গিয়েছে ।

আজকাল বর্ষা এলে 

মেঘ, জল, বৃষ্টির ফোঁটা 

সব কিছুর জানলার শার্সির 

ওপরেই আটকে রাখি। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন