নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মেঘবালিকা - বিদ্যুৎ মিশ্র




মেঘবালিকা 

বিদ্যুৎ মিশ্র 


মেঘ বালিকা আজকে হঠাৎ উদাস কেন 

বৃষ্টি ঝরে তোর যে চোখে শ্রাবণ যেন।


কী হয়েছে বলনা আমায় দুষ্টু মেয়ে

আগের মতই মিষ্টি সুরে ওঠ না গেয়ে।


দূর আকাশে ওই চেয়ে দেখ মেঘলা ভারি 

উদাসী মুখ তোর কী আর দেখতে পারি ?


মেঘ বালিকা আয় না কাছে লক্ষ্মী মেয়ে 

ভীষণ খুশি আজকে তোকে কাছে পেয়ে।


চলবি যখন ঝম ঝমা ঝম বাজবে নুপুর 

খিল খিলিয়ে হাসবি তখন সারা দুপুর।


তোর হাসি মুখ দেখতে পেলেই লাগে ভালো 

ভাঙ্গা ঘরে আমার তখন জোছনা আলো।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন