মিছিল থেকে বিচার
সুনন্দ মন্ডল
এখন সময় ও অসময়ে অনেক ফারাক
তুমি তারই মাঝে নিশানা।
সঠিক বৃত্তে আবর্তন কিংবা ঘূর্ণন,
চক্রের দিকনির্দেশে দোটানা।
মিছিল পা মেলায়, সামিল করে নানা অভিযোগ
শুধু থেকে যায় ক্ষত ভরাট।
সোচ্চার প্রতিবাদ গর্জে ওঠে তোমার কথায়
নতুন নতুন গল্প বাঁধে জমাট।
বিদ্বেষে বিদ্বেষে ভরে আছে মন, প্রতিহিংসা
বিচার ওঠে কাঠগড়ায়, কাঁদে বিচার
সমাজের কোণায় কোণায় রিরংসা অথবা বিচ্ছেদ
তুমি কেবলই চাও দূর হোক অনাচার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন