বিচারের কাঠগড়া
অশোকা
লড়াই নাকি চলছে নিরন্তর,
বুকের ভিতর দুই দলে ভাগ
সেনা, ন্যায়ের বিচার কোথায়
হচ্ছে আর, সত্য-মিথ্যার চলছে বেচা-কেনা, বিচার পাবে ? এ প্রশ্ন
যখন নিজেই সন্ধিহান... বিবেক তখন নিলামে ব্যস্ত উঠতে,
মানুষের কী আজ সত্যি
আছে মান হুঁশ , কেবল ফানুসগুলোই পারে
বুকে আগুন নিয়ে উড়তে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন