এসো হে বর্ষা
কমলাকান্ত সাহা
ঝিরি ঝিরি বৃষ্টি, সুন্দরী বর্ষা
এসো না একটু জোরে,
তোমার জন্য কত প্রতীক্ষা
সারাটি বছর ধরে |
তোমার বিহনে তপ্ত দুপুর
ক্লান্ত পথিক বর,
চাতকের দিকে চাহি প্রার্থনা
একটুকু ঝরঝর !
আষাঢ় এসেছে তুমিও এসো-
স্বাগত জানাই তাই,
শ্রাবণের মেঘে সুন্দরী রূপ
তোমার দেখতে চাই |
তোমার দানে প্রকৃতি সবুজ
সুজলা-সুফলা মাঠ--
ধরার বুকে তোমার আগমনে
বসুক চাঁদের হাট |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন