নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অসময়ের ট্রাম - জয়াশিস ঘোষ

 



অসময়ের ট্রাম
জয়াশিস ঘোষ

এই ধরো, তুমি মেঘ ভালোবাসো
আমি ভালোবাসি জংলা পাহাড়
অল্প অল্প আমি ভিজে আছি
অল্প অল্প তুমিও আবার –

তুমি আর ক’বে এত চেনা হলে?
আমি সুতো ছেড়ে দিয়েছি ক’বেই 
ভালো-টালো সব গল্পেই বাসে
তবু মেঘ হলে তুমি আসবেই 

আসবেই তুমি –ভুল ঝরে যাবে
গোপনীয় জলে ভেসে যাবে পাড়া…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন