মেঘবিম্ব
দীপশিখা চক্রবর্তী
মেঘজল গায়ে জেগে থাকে স্বর,
পাখিদের ডানায় আলোর নরম শ্বাস,
বহুতল বাড়ি নিঃস্বারে থাকে একা,
আকাশ বুকে এখন শ্রাবণ মাস।
আসুক তবে স্থির হয়ে থাকা বরষা,
সীমান্তজুড়ে ডানা ঝাপটানো শব্দ,
ভাঙলে বাঁধ মুছে যায় যদি বিম্ব,
পরতে পরতে বিলাপী সময় জব্দ।
ধূসর কালো ছবিতে তোমার দু'চোখ,
মেঘেদের সারি উড়ে চলে বহুদূরে,
অগোচরে আজ বেড়ে ওঠে কেন ঋণ?
শূন্য বুকেও ধারাজল নামে ঘুরে।
কখনো দেখেছ ভাঙা পাঁজরের মুক্তি?
পুড়ে যায় সব, অবুঝ কঠিন ঝড়ে,
এতসব কথা তোমায় লিখি যখন,
মেঘের গরজ সাজছে তোমার ঘরে।
আকাশ কখনো দায় নেয় না পথের,
শাসন হাওয়ায় কাশের শহর কাঁপে,
সব ছাপিয়ে বৃষ্টি মিছিল গভীর,
মৌন থেকেও আগলে রাখা মাপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন