নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

POEM: উই ওয়ান্ট জাস্টিস- কলমে রবীন বসু

 


উই ওয়ান্ট জাস্টিস!


রবীন বসু 



এখানে বিচার চাই —


এখানে মধ্যরাত রাস্তা দখল করে তোমার বন্ধুরা 


কোচবিহার থেকে কাকদ্বীপ জ্বলে ওঠে আলো


তোমার লাঞ্ছনা-ক্ষত, তোমার মৃত্যুর ক্ষতস্থান


প্রতিবাদ দাঁড়িয়ে গেছে; ওখানে হাজার হাজার


মেয়েদের মুখ প্রদীপ্ত ভাস্বর! উই ওয়ান্ট জস্টিস!


তুমি তো শীতল ঘুমে, স্বপ্ন মরে গেছে আগে


রক্তমাখা মুখে নীল চাদরে ঢাকা পড়ে আছো!


কায়েমী দলতন্ত্র আর দুর্নীতির বিরুদ্ধে ছিলে  


আঘাত সেখান থেকেই! ওরা প্রাণহীন করে দিল।


তবু তুমি বেঁচে আছো মধ্যরাতের পথে—


বেঁচে আছো লক্ষ মেয়ের প্রতিবাদের ধ্বনিতে!


আমজনতার প্রতিবাদী মিছিল —তোমার মৃত্যু


ঘুণধরা মেরুদণ্ডে সজোরে আঘাত হেনেছে! 


সোজা হয়ে দাঁড়িয়ে আবার আওয়াজ তুলব—


উই ওয়ান্ট জাস্টিস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন