মা- কে দেখে শেখা
‐ দিশানী
ভালোবাসায়,
অবহেলা জিতল যেই বার
নিঃশব্দে শেষ বিকেলে
ছাড়লাম সেই ঘর।
আসলে,
মা-কে দেখেই শেখা
নিজের ভাগ বিলিয়ে দিয়েও
ঠোঁটে হাসির রেখা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন