নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

POEM: আমার এদেশে- কলমে জয়িতা চট্টোপাধ্যায়


 আমার এদেশে

জয়িতা চট্টোপাধ্যায় 




এদেশে স্বাধীনতা মানে 


একটা দেশ হারিয়ে আরেকটা দেশ পাওয়া,

বাপ ঠাকুরদার বুকের মাঝে ছটফট করা রক্তনদীর স্রোত,

র‍্যাডক্লিফ সাহেবের কাটাকুটি খেলার ফল,

মানচিত্র থেকে হারিয়ে যাওয়া কিছু মানুষের জন্মস্থান, 


যারা বসে থাকে নীরবতা ও নিঝুম ছুঁয়ে,


মানুষের মতন দেখায় ওদের 

নাম:হিন্দু ও মুসলমান।


তবুও সারাটা দেশ জুড়ে উল্লাস, 

বিরাম বিহীন এক আগুন

দাউ দাউ করে জ্বলে যাওয়া দুভাগ হওয়া নদী


জলরঙা আকাশে ভেসে যায় রক্তপলাশ 

স্বাধীনতার মূল্য দিতে গিয়ে তছনছ হয়ে যায় কিছু জীবন 


নির্জন দুপুরে জল ছুঁয়ে উড়ে যায় স্বাধীনতা নামের বিকলাঙ্গ শিশুটি


এই সবকথা ফুরিয়ে যাওয়ার পরও গোধূলির ময়লা আলোতে লিখি স্বপ্নের স্বাধীনতার কথা,লিখি গনতন্ত্রের আলখাল্লা পড়া আমার দেশটার কথা


যেখানে বেশ কর্পূর হয়ে উড়ে যাবে ধর্মগুলো,

আর বেড়িয়ে আসবে প্রকাশ্য  রাস্তায় মানুষ, কেবল মানুষ হয়েই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন