দর্পন
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
কিছুই চুরি করেনি সে
কুড়িয়েছিল পথের থেকে
জীবন শুরু হয়েছে যার
গাঁথল তাকেই শেষ পেরেকে
এমনভাবে ঘিরল যেন
দুনিয়া এক চক্রব্যূহ
কোথায় ছায়া কুড়িয়ে পাবে
জঙ্গলেও তো বুনো শুয়োর...
ক্লাস সেভেনের অপাপবিদ্ধ
মন্দ-ভালোর মিশেল যুবক
বিচার মানেই নির্বিচারে
মেরে ফেলার আর একটা ছক?
সুপারফাস্টে আসছে মৃত্যু
কে খায় ঠেলা? কে দেয় ঠেলে?
লাইনে পড়ে মরতে হবে,
একটু জীবন কুড়িয়ে পেলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন