জল রঙ
মলয় পাল
ধরো আজ বর্ষার শনিবারের বিকেল
ট্রামের শেষ সিটে জানলার পাশে বসেথাকা
ছেলেটা আমি।
তুমি উঠলে হঠাৎ, বসলে পাশে।
আর তখনই ট্রামের হলুদ নিয়ন ল্যাম্পের আধো অন্ধকারে সন্ধ্যা নেমে এলো শহরে।
বৃষ্টির ছাট ঝাপড়ে পড়ছে মুখে
একটিও কথা হলোনা আমাদের
ঘন্টা বেজে উঠলো টুং টুং টুং...
নেমে গেলে
ফেলে আসা মন-কেমন হিন্দি গানের মতো
বাজতে থাকলে তুমি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন