সফেদ কবুতর
নব কুমার দে
ওরা বিশ্বাস করতো
আকাশের অনেক উঁচুতে সাদা কবুতর উড়ে বেড়ায়
নদীর দুপারে পাত পেড়ে বসতো ওরা
ওদের জন্য ভাত ভরা থালা ভেসে আসতো
একদিন নদীর জল লাল হয়ে উঠলো
ভাতের থালাও এলোনা
জিজ্ঞেস করলাম তোমরা জানো কেন এমন হলো
সমস্বরে জবাব দিল , সাদা কবুতর খুন হয়েছে
আমাদের বিশ্বাসের রক্তে নদীর জল লাল
বললাম আমি জানি কে খুন করেছে
তোমরা কি তাকে শাস্তি দেবে
ওরা সবাই মাথা নিচু করে চলে গেল
ঠিক তখনই একটা দাঁড়কাক ডানা ঝাপটালো
আড়াল থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন