পাপ পুণ্য
মৌমন মিত্র
তখনও মেঘ ভেসে যায় দূরে!
ঘন অরণ্যের ভিতর খুঁজেছি নুড়ি পাথর
এঁকেছি একাকীত্ব, কাম, স্থির নিশি যাপন
সাহসী, দুর্লভ সম্পর্কও দ্বন্দ্বে ভুল হয়।
বৃষ্টি ফোঁটা নীরব করতলে। এও সত্য মুহূর্ত!
পাপ পুণ্য নিমগ্ন বুকে মনে থাকে না।
তাই আত্ম খনন যদি দৃশ্য হয়, পলকে সে দৃশ্য
কলঙ্কিত, নিষ্ঠুর। তুমি মেঘকে বোলো,
এ সব কথার দৃষ্টি, ভঙ্গি হয়ে কাল যেন ঝরে পড়ে ও
ঝমঝম যেন নখের বিষাদ ধুয়ে, চিত্রময়
তোমার জিভে আগুন জ্বলে ওঠে! এভাবেই একদিন
আমার ভাঁজে তোমার যুদ্ধক্লান্ত, বুভুক্ষু শরীরের আশ্রয়—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন