খাতাকলিপত্রিকা
তুষারকান্তি রায়
দেখেছো ব্রজবাসী ! দূরভাষে
কেমন ভেসে আসছে কৃষ্ণকলি বাঁশি
জোড়াপুকুরের জলে কেমন
আকাশের ছায়া পড়ে আছে ?
নিধুবনে রঙের সপ্তক ?
এবার ছুটিতে তোমার দেশে যাবো রাধারানি । তুমি শঙ্খ বাজিয়ে
নাম না জানা গাছের নীচে
লাল - নীল ফাল্গুন সাজিয়ে দিও ।
প্রকৃত ফুল না ছায়া!
সেকথা ভেবো না । দ্যাখো উদাসী
হাওয়ায় কেমন বয়ে যাচ্ছে
মেঘের এক্কাগাড়ি ,
চমকিত লিপিমালা আর
কাঞ্চনের দিন !
আমি খাতাকলিপত্রিকা থেকে বেরিয়ে আসা শ্রীধারা , আট প্রহরের কথা আর এগারোটি কবিতার মালা নিয়ে আসছি
কখন দরজা খুলবে তুমি ?
তোমার ভোরের !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন