নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সম্পাদকীয় কলম JOYDIP ROY: সোচ্চার সহিষ্ণুতার বেড়াজাল ভেঙে হাঁটতে জানে মোমবাতির মিছিলে

সম্পাদকীয়- জয়দীপ রায় 
 

সাদা কাগজের উপর বাঁহাতি কলমটা  ছুঁয়ে যখন ভাবছিলাম সোচ্চারের সম্পাদকীয় বিশ্লেষণ ঠিক কিভাবে করা উচিত আমার। আচ্ছা সোচ্চারের সংজ্ঞাটা কি শুধুই নারীকেন্দ্রিক না পুরুষ কেন্দ্রিক?  ঠিক কোনদিকে হেলে তার পেন্ডুলাম। জানতে ডুব দিতে হলো আলাদিনের হাতে জ্বলে ওঠা আশ্চর্য প্রদীপের ঠিক নীচের অন্ধকারের গহ্বরে।গহ্বরের প্রতিধ্বনি আমায় উত্তর দিল সোচ্চারের ভেদাভেদ হয় না। সোচ্চার প্রতিবাদ জানে, আঙুল উঁচিয়ে বলতে জানে উলঙ্গ রাজাকে 'রাজা তোর কাপড় কই'? সোচ্চার সহিষ্ণুতার বেড়াজাল ভেঙে হাঁটতে জানে মোমবাতির মিছিলে।সোচ্চার মানে পরিবর্তন, সোচ্চার মানে বিবর্তন, সোচ্চার মানে একটা জেনারেশনের শেষ আরেকটা জেনারেশনের শুরু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন