অন্য পাড়ার মেয়ে
রাখিবা খাতুন
সম্পর্কের বাঁধন আলগা হয়েছে,
কানের দুল, কপালের টিপ মনমরা খুব,
জন্মদিনগুলো সারপ্রাইজ ভুলে যেতে বসেছে,
হাসি, তাই বুঝি অন্য পাড়ায় বেমালুম ঘুমের অসুখ।
স্নান, খাওয়া ভুলে আস্কারার খোঁজ চোখের ডার্ক সার্কেলে,
শরীরে জৌলুশ নেই আর চাকচিক্যের বন্দরে,
আশেপাশের প্রতিবেশীরা বাহ্যিক ছায়ায় খুব সুখী,
গোপনে তারা পুড়ছে ঠিকই একচ্ছত্র অধিপতি।
পাইকারির ভিড়ে দোস্তানা আজকাল সস্তার,
এ হাড়, মাংস খুবলে খেলেও মানুষগুলো সপ্তার,
সব যেন মজার, নিছক আড্ডা মারতে মিথ্যে শোরগোল,
নষ্ট মেয়ের লাশ এখন ঠিকানা ফুটপাতের, খদ্দের জুটছে না তাও!
কবিরা বেহায়া মৃত্যু নিয়ে লিখছে, সংবাদ বিক্রি হচ্ছে হুবহু,
কলমের কালির শুভেচ্ছায় নবান্নের দেশ এখন,
আসন্ন উৎসবে মাতামাতি, সুলোভন সাজসজ্জা,
চেতনায় সরস্বতীর চরণকাল, স্বপ্নে যদি না হয় দেখা!
শতধিক ধিক্কার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন