সাওয়ান আয়া হ্যায়…
সৌভাগ্য
তুমি ফুলের মাঝে আলো
তুমি মায়ের মতো ভালো
আমি ফিরিয়ে দিতে রাজি চাঁদও
তোমায় চেয়েছি বলে…
তোমার এলোমেলো ওই চুলে
রাখছি নিজের জীবনখানি তুলে
খরাপ্রবণ এ মনে আজ, প্রিয়—
তুমি বর্ষা হয়ে এলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন