______আগুন ফাগুন
ডঃ রমলা মুখার্জী
ফাগুন মানে শুকনো পাতা ঝরা....
শব্দে তারি মন যে কেমন করা।
ফাগুন মানে মিষ্টি দখিন হাওয়া -
কৃষ্ণকলির উড়োচিঠিখানি পাওয়া ।
ফাগুন মানে মুছে যাওয়া কুয়াশা
আধো স্বরে ভালোবাসার ভাষা।
ফাগুন মানে শিমূল পলাশে রাঙা,
অনুরাগ-রাগে সব অভিমান ভাঙা।
ফাগুন মানে প্রকৃতি মানবে দোল-
হৃদয়ে হোলীর রঙিন হিল্লোল....
ফাগুন মানে হাল্কা শীতের চাদর,
শরীর মনে প্রথম প্রেমের আদর।
ফাগুন মানে অঙ্গে খুশির দোলা-
দ্বৈত - প্রাণের একসাথে পথ চলা।
ফাগুন মানে আগুন নিয়ে খেলা-
শুরু থেকে শেষ ভ্যালেনটাইন বেলা।
.......................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন