ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮




এডিটরের পেন থেকে

[জলফড়িং-এ ভাবনা প্রকাশ (কয়েকমিনিটে)]

আচ্ছা ধরুন আজ একটা লেখা লিখলেন আর লেখাটি আপনার সেরা বলে মনে হলো আর এটাও মনে হতে থাকলো য়ে ইস্ আজ যদি লেখাটা কোথাও বের করতে পারতাম হ্যাঁ আজই, 

হয়তো এরকম মনে হয়? 

যদিও এটা কোনো প্রিন্টেড ম্যাগাজিন পারে না আবার সব ওয়েব ম্যাগগুলোও পারেনা।

★জলফড়িং বড়ো হতে চাইনা চাই সাহিত্য কে বড়ো করতে।

যদি এরকম টা মনে হয় যে আজই লেখাটা বের করব আমরা পাশে আছি তার, বলে দেখতে পারেন।

প্রশ্ন উঠতে পারে?

১.) তাহলে আমরা মাসিক কেন বলি?

উ:- অবশ্যই মাসিক।
আবার আমরা বিশেষ দিন অর্থাৎ হঠাৎ চমক করি।

তাও আমরা যেহেতু ওয়েব ম্যাগ তাই আমাদের হাতে সুযোগ আছে কবির ইচ্ছাকে চটজলদি তুলে ধরা, তাই আমরা এটা করি।

২.)  একটা কথা বলি সবাই তো ভাবে আমার সব লেখাই সেরা তাহলে সবই কী ছাপবে?

উ:- সেটা আমাদের ওপর ছেড়েদিন আমরা দেখে নেব কতটা খাঁটি।

৩.) তবে লেখাটা পাঠাব কি করে?
উ:- আমাকে ইনবক্স করুন। 

ধন্যবাদ,
সুদীপ্ত সেন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন