ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

৮.)কোথায় চলেছ কবি?
----------------------------------------------
নবজাতক- ২৫শে ফেব্রুয়ারী, ২০১৮
------------------------
অস্তিত্বের খোঁজে বরাবর হেঁটেছি মহাপ্রস্থানের পথে,
আসা যাওয়ার প্রান্তরেখায় ডাক পেড়েছে নাবিকহীন তরী,
এক গণ্ডূষ মরা নদীতে।
অসম্ভবের চিঠি অতৃপ্ত জন্নতের ঠিকানা খুঁজে মরেছে
নগরের রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে-
প্রাপ্তিস্বীকার করেনি কেউ, প্রত্যাখাত হয়ে ফিরে এসেছে
জহন্নমের লেটারবক্সে।
রঙিন কাঁচের বেগুনী আলোয় লাস্যের অনায়াস বিচরণ
আমি দূর থেকে দেখেছি তাদের শরীর,
তাদের গন্ধ মেখেছি গায়ে, দূর থেকে।

যৌবন কেঁদেছে রোটি-কাপড়া-মকানের প্রসব বেদনায়।

আয়নার সামনে দাঁড়ানোর সাহস আছে তোমার?
সাহস আছে নিজেকে তিনখানি প্রশ্ন করার?
কতদূর কবিতা লিখেছ, কবি?
যতদূর হাঁটলে হিম শিশিরের মর্যাদা পায়-
ততদুর লিখতে পেরেছ কি?
লিখতে পেরেছ কি ততদুর;
যতদূর কষ্ট পেলে প্রেম বিরহের সুখ পায়? লিখেছ কি?
জীবন মরণ লিখতে বসে হিসেব কষেছ মৃত্যুর!
বৈতরণীর জলে ভাসিয়েছ কাগজের নৌকো-
নাবিকের খোঁজ করেছ কি? হে আমার ব্যর্থ কবি-
হাসতে পেরেছ কি নিজের মুর্খামি দেখে? পারনি।
তুমি কিস্যু পারনি!

সাদা কালোর রঙিন দুনিয়ায় বেঁচে থাকার লোভ, কিন্তু
প্রতি পল তুমি হেঁটে চলেছ মরণের ওপারে।
                **---------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন