ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮


  বিশ্ব কবিতা দিবসে আমার ক্ষুদ্র নিবেদন

কবিতা

কবিতা মোদের জীবন রে ভাই
কবিতায় হাসি কাঁদি
কবি হৃদয়ের উচ্ছ্বাস নিয়ে
কবিতা ছন্দ বাঁধি।

বিশ্ব কবিতা বিশ্ব মানব
তোমারে প্রনাম জানাই
বাঙালির ছড়া বাঙালির গানে
যেন এ বিশ্ব মাতায়।

কবিতা যেন গো জয় লাভ করে
অখিল বিশ্ব মাঝে
কবিরা যেন গো তার কবিতাকে
সাজায় প্রানের সাজে।

স‍রস্বতীর চরন ধরিয়া
যেন গো কাব‍্য করি
তোমার আশীষে মান হুঁশ নিয়ে
মানুষের সেবা করি।

নীতা কবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন