ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

৬.)
   গোলাপের প্রেমে

            ----সুপ্রিয় মন্ডল!!!


গোলাপের চারা গাছে জল দিতে এসে মনে হলো তোমাকে দিলাম;

মুখখানা আঁজলা করে তাকিয়ে রইছো তুমি, মুখে সেই মিষ্টি হাঁসি।

বুভুক্ষের মতো তোমার ওই মিষ্টি হাঁসিখানি গিললাম;

ফুটে ওঠে গোলাপের কুঁড়ি, আমিও তার ফুটন্ত রূপ দিতে প্রতিনিয়ত তার কাছে আসি।।


মুঠো ভরে জল নিয়ে;

গোলাপ চারার টব-এর প্রান্ত ঘুরে মরি।

মেঘ করে এসেছে আজ, ভয় লাগে এই বুঝি তোমায় যাবে নিয়ে;

কান্নাভেজা বুকে দু'হাতে তোমায় আঁকড়ে ধরি।।


তুমি যেওনা কোথাও আমায় ছেড়ে;

আমার বুকেও থাকো প্রানের গাছ হয়ে।

ফুটন্ত পাপড়ি ধরে আলগোছে জল খেতে পাবো তোমায় ঘেরে;

ঠিক যেমন তোমার বাঁ-দিকের তিলের পাশে চিবুকের ভেজা ঘাম যেতো আমার ঠোঁট ছুঁয়ে।।


আমার গোলাপ চারার ফুটন্ত কচি পাতা গুলো মজেছে সানন্দে আজোসারি;

স্বজন হারায় পাতায় পাতায় রুদ্ধবাক্।

তোমার চিবুক মনে করে ফুটন্ত পাপড়ির আলগোছে জল খেতে গিয়ে ভিজে যায় আমার খোঁচা দাড়ি;

ছুটে যাবো তোমার চিবুক মনে করে যখন'ই লাগবে একঘেয়ে তোমার দিয়ো আমায় হালকা ডাক।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন