ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

৩.)
   সূর্যাস্ত
      -----শ্যামাপদ মালাকার

মুছে যাওয়া বিকেলের- -

ডুবন্ত রোদের অর্দ্ধাংশ চেয়ে দেখি, দেখি,-

ফালি-বসনে শহরের উচ্ছিষ্ট-আবর্জনায় কুড়িয়ে বেড়ায় জীবনের গতি!


তারে আরো দেখি,-নির্জন গুরুগ্রীষ্মের তাপিত সড়ক পরে- -

যানের জানালায় বেরিয়ে আসা 'আধুলিটা' খুঁজে ফেরে!।


লোকমুখে শুনছিলাম- আজ নাকি কিসের একটা 'দিবস'- আজের দিনেও ঐ পথবাসী ভিখিরি ছেলেটা আমায় শান্তি দিলনা!

আর কতদিন-- আর কতদিন যে আমার কবিতার দেশে এভাবে  সূর্যাস্ত হবে- - - - - - -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন