ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৫ মার্চ, ২০১৮

____একটুকরো বসন্ত হবি?
                  সুনন্দ মন্ডল
                  ‎
আমি যদি তোকে জড়িয়ে ধরে বলি
ভালোবাসবি আমায়!
তুই কি রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিবি?

আমি যদি তোর চোখের পাতায় জেগে থাকা স্বপ্ন হই
দিনান্তে কোন এক রাতের দীপশিখা!
তাহলেও কি তুই নীরব থাকবি?

আমি যদি আমলকি হই তোর ওই দোফলার সাথে!
মিশে যাই কোন অমৃত বচনে
তুই কি আমায় কামড় দিয়ে আঘাত করবি?

আমি যদি বিকেলের পাখির গান চুরি করে শোনাই
তুই কি আমার গান শোনার অপেক্ষায়
দু'দন্ড বসে থাকবি?

আমি যদি তোর পায়ের আঘাতে হলুদ বাটা
আগুনের আঁচে গরম করে লাগিয়ে দিই
তুই কি আমার ঠোঁটে পরম আদরে চুমু আঁকবি?

কাকভোরে বিছানা ছেড়ে একমুঠো সুখ
তোর জন্য কিনে আনলে
বিদগ্ধ শরীরটাই হাত বুলিয়ে দিবি?

আজ এই পড়ন্ত বেলায় একটু আবির এনেছি
দু'গালে মাখিয়ে দিবি রাঙা ফাগুনে!
একটুকরো বসন্ত হবি?
               --------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন