ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

১১.)

   আমার কবিতা


কিছু বিষাদ কিছু সুখ কিছু হাসি কিছু কান্না কিছু প্রেম আর ভালোবাসা,

ছোট্ট ছোট্ট শব্দের মেলবন্ধনে এই বোধগুলোই  হয়ে ওঠে কবিতার ভাষা।

গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আর বসন্ত ,প্রকৃতির নানারূপ নানারঙে,

নিজেদের মেলেদেয় কবিতার পাতায় পাতায়

 বর্ণে ও ছন্দে।

 চাঁদ তারা নক্ষত্র আর জ্যোৎস্নার মায়াবী

 সুন্দর স্নিগ্ধতায়,

 কবিতাও ভরে ওঠে মন ছুঁয়ে যাওয়া অপার

  মুগ্ধতায়।

  পাহাড় নদী ঝর্ণা আর ফুলের নবীন রঙীন

   সজীবতায়,

   ফুটে ওঠে জীবনের সুর আর গান জীবনের

   কবিতায়।

   কবিতাকে ভালোবেসে তাই কবিতায় আমার

   একান্ত জীবন যাপন,

   কবিতাই আমার চেতনার ভাবনার আত্মার

   প্রিয় আপনজন।


              ----রুনা দত্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন