______এক পশলা আবির
পায়েল খাঁড়া
এক পশলা আবির চাই।
হ্যাঁ.....শুধু এক পশলাই,
যেভাবে বৃষ্টি ভিজিয়ে দিয়ে থাকে
আবিরও ভেজায় আমার কাঁচ শিশিতে বন্দী বসন্তটাকে।
আমার শহর জরিপ কংক্রীটে
ঘিঞ্জি বসত, পাথর আর ইটে।
ট্রাফিকের শোর ঘুম ভাঙিয়ে যায়
ঝাপসা রেটিনা, আকাশ মোড়া ধোঁয়ার রাংতায়।
দেওয়াল জুড়ে ইস্তাহারের গ্রাফিক।
সবুজ জ্যামিতি এলিট রুচিমাফিক।
বছর যাবৎ রঙের বদল নেই
এখানে বসন্ত যাতায়াত করে শুধু ক্যালেন্ডারেই।
তাই তো খুঁজি রঙীন পলেস্তরা...
রাঙিয়ে দিতে এস.এ নোডের ধূসর ওঠা পড়া।
যদিও বোবা ফুটপাত বিদ্রূপ করে
বসন্ত আসে না নাকি এক কোকিলের স্বরে।
তবু লিখছি ফাগুনকে চিঠি কত
রঙ ফিচকিরি নিয়ে আসুক একবার অন্তত।
হোক না খানিক রঙ মেলান্তি খেলা
এবার দোলে আমার শহরেও নামুক বসন্তবেলা
------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন