_____হাতের ছাপ
প্রশান্ত সেন
ধোপদুরস্ত পাঞ্জাবিতে সবজে রঙা হাতের ছাপ
পেরিয়ে অনেক বসন্তদিন মনের যে আজ মনখারাপ
লিখছি আলগা পদ্য খাতায় সদ্য ভেজা ছন্দে আজ
কুহুর ডাকে ভোর নেমেছে, তোমার ডাকেই সন্ধে আজ
সেসব অনেককালের কথা বেশ পুরোনো দৃশ্যপট
আজকে শুধুই স্মৃতির পাতায় সব হারানো নিঃস্ব তট...
#
রঙিন হাতের নরম ছোঁয়ায় রং মাখা সেই পাঞ্জাবির
কোথায় গেল, কোথায় গেল মুখরাঙানো লাল আবির?
আকাচা সেই পাঞ্জাবিটা যত্নে রাখা সিন্দুকে
সেই অমলিন ছাপটা হাতের রয়েই গেছে এই বুকে...
---------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন