ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

৫.)
    মাতৃ বন্দনা

      ----অভিজিৎ দাসকর্মকার

বাসন্তী গন্ধে শীত চলে যায় চোখের কোণে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানার পাশে

"বীনা পুস্তক রঞ্জিত হস্তে,ভগবতী ভারতী"।


বনফুল গন্ধে ঠান্ডা জল হাঁটুতে বরফ জমিয়ে সারাদিন মুখ গুঁজে ভাত শুক্তো তেল মাশলার হিসাব সেই আধুনিক বেলা থেকে এদিনও।


মা মুখ তোলো বিদ্যা-বুদ্ধি দাও দ্যাখো সকাল পেরিয়েছে বাইরে,মুখ তুলে বেদ শোনাও বরফগলায় প্রাণ বাঁচুক তোমার আঁচমনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন