ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮


   বিশ্ববন্দিতা নায়িকা
===================

বসন্তের উঠি উঠি করে
   এখনও ওঠা হয়নি,
অশ্বত্থ, বটের কচিপাতা র
  নরম ছায়ার পরশ,
চম্পক, বকুলের সুমিষ্ট গন্ধের
  আলুথালু গড়াগড়ি,
শিমুল, পলাশের চোখ ধাঁধানো
   রঙের হাতছানি,
কোকিলের কুহু কুহু সুর
   পথ আটকে রেখেছে।

প্রজাপতি বাহারি রঙের ডানা মেলে
   ফুলে ফুলে সোহাগ চুম্বন দিচ্ছে,
মৌমাছি গুনগুন গান শুনিয়ে,
   ফুলেদের মন ভোলাচ্ছে,
মুকুল ভরা গাছে
    মধুর মধুর আহ্বান,
প্রকৃতির এই খেলাঘরে
    সবাই অন‍্যমনা।

বসন্তের এই অপরাহ্ন বেলায়
   কবিতা র অবাধ আনাগোনা,
কাব্যশিল্পীদের কল্পনা বিন‍্যাসে
   বাতাসের ঢুলুঢুলু নেত্র পল্লব,
দিশেহারা বাতাসের সোহিগে
  ফুরফুর করে কবিতার আঁচল,
২১শে মার্চ কাব‍্যের খেলাঘরে
  কবিতা আজ বিশ্ব বন্দিতা নায়িকা।।

  --------------------ভারতী ধর------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন