১৪.)
(বিশ্ব কবিতা দিবসে আমার নিবেদন)
_________শিল্পী
----- সুনন্দ মন্ডল
আমি পাথর বানাই ঝর্ণা আঁকি
নদীর ঘাটের শাপলা তুলি।
রঙের খেলায় পাখির বাসা
প্রকৃতির ঘরে চিত্র মেলি।
আমি ছন্দ বানাই কথার ভাঁজে
গানের মেলায় সুরের কলি।
রাগ-রাগিনীর বেহাগ যত
প্রাণের ভৈরবী কণ্ঠে তুলি।
আমি সেতার বাজাই একতারাও
হারমোনিয়াম বাজাই তালে।
সুখ দুঃখের নিপুণ গাঁথা
বেখেয়ালি তবলাতেও চলে।
আমি ছন্দের তালে স্টেজে মাতি
কোমর দুলিয়ে বিলাসী মন।
হাতে ও পায়ের ভাঁজেই বাঁধি
হোকনা যতই অচেনা গান।
আমি মনের কথার রূপ লিখনে
ব্যস্ত কেবল ছবি আঁকতে।
ঘাত-প্রতিঘাতে বাস্তবটা
কল্পনারও জাল বুনতে।
আমি মূর্তি বানাই পুজোর মাসে
সকল ধরায় খুশির নেশা।
পেটটাও চলে গর্ব করে
সবার সাথেই একটু মেশা।
আমি মাটির জিনিস পৌঁছে দিই
সবার নিত্য প্রয়োজনের।
কলসি হাঁড়ির মূল্য নিয়ে
গতর খাটাই সম্মানের।
আমি লোহার শিকল ভেঙ্গে ফেলি
ইস্পাত গড়ি আগুনে পিটে।
কাস্তে ছুড়ির ভাঙ্গা দাঁত
হাম্বলে পিষে হাঁপর ছোটে।
আমি ছিটের সেলাই নিই উসুলে
কাপড়ের ভিতে কিংবা জামা!
প্যান্টের মাপে হাতের জাদু
দুদিনের ঘামে পয়সা কামা।
আমি শিল্পী মনের চাহিদা মেনে
সৎপাত্রের ঠিকানা লিখি।
কল্পনা-খাদ ছড়িয়ে থাকে
কাউকে দিইনা একটু ফাঁকি।
-------------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
(বিশ্ব কবিতা দিবসে আমার নিবেদন)
_________শিল্পী
----- সুনন্দ মন্ডল
আমি পাথর বানাই ঝর্ণা আঁকি
নদীর ঘাটের শাপলা তুলি।
রঙের খেলায় পাখির বাসা
প্রকৃতির ঘরে চিত্র মেলি।
আমি ছন্দ বানাই কথার ভাঁজে
গানের মেলায় সুরের কলি।
রাগ-রাগিনীর বেহাগ যত
প্রাণের ভৈরবী কণ্ঠে তুলি।
আমি সেতার বাজাই একতারাও
হারমোনিয়াম বাজাই তালে।
সুখ দুঃখের নিপুণ গাঁথা
বেখেয়ালি তবলাতেও চলে।
আমি ছন্দের তালে স্টেজে মাতি
কোমর দুলিয়ে বিলাসী মন।
হাতে ও পায়ের ভাঁজেই বাঁধি
হোকনা যতই অচেনা গান।
আমি মনের কথার রূপ লিখনে
ব্যস্ত কেবল ছবি আঁকতে।
ঘাত-প্রতিঘাতে বাস্তবটা
কল্পনারও জাল বুনতে।
আমি মূর্তি বানাই পুজোর মাসে
সকল ধরায় খুশির নেশা।
পেটটাও চলে গর্ব করে
সবার সাথেই একটু মেশা।
আমি মাটির জিনিস পৌঁছে দিই
সবার নিত্য প্রয়োজনের।
কলসি হাঁড়ির মূল্য নিয়ে
গতর খাটাই সম্মানের।
আমি লোহার শিকল ভেঙ্গে ফেলি
ইস্পাত গড়ি আগুনে পিটে।
কাস্তে ছুড়ির ভাঙ্গা দাঁত
হাম্বলে পিষে হাঁপর ছোটে।
আমি ছিটের সেলাই নিই উসুলে
কাপড়ের ভিতে কিংবা জামা!
প্যান্টের মাপে হাতের জাদু
দুদিনের ঘামে পয়সা কামা।
আমি শিল্পী মনের চাহিদা মেনে
সৎপাত্রের ঠিকানা লিখি।
কল্পনা-খাদ ছড়িয়ে থাকে
কাউকে দিইনা একটু ফাঁকি।
-------------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন