ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

১.
   তবে আয়-------
         -----সন্দীপ ভট্টাচার্য, মুম্বই

ইচ্ছেরা যদি পায় আশ্রয়

সম্মতির আঁচলে তোর

আর খেয়ালী মনের গোপন অভিমান

যদি ভেজে ,আমার সোহাগের বৃষ্টিতে

বাকি টুকু জানিস হবেই ময়ূরপঙ্খী

ধ্রুপদী অস্পষ্টতা অহং কুয়াশার

প্রতারণা শুধু জীবনের সাথে

ও টুকু পাশে রেখে আয় না হয়

আঙ্গুলের ফাঁকে আঙ্গুল

লক্ষ সূর্যোদয় দেখবো কমলা রোদে ভিজে

আর অন্ধকার গিলে খাবো

নিশাচর পাখিদের মতো জনহীন নিস্তব্ধতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন