ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮

১০.)
                পরশুর কথা

বক্তৃতাটা রাস্ট্রপতির,খোদার করি জিকির,
কথার মাঝে সংবিধানের,তরতাজাটা ভীষণ,

মুখটি খোলা এবার দারুণ, সেরাপ খুলুক ছিপি-
দেশটি কেমন চলছে না আর, হচ্ছে অন্যরকম।

এসির মাঝে আবার এসি...কাশছে কত অসুখ,
ছাদের নীচে আরেকটি ছাদ, কেমন ফুটে বেরোয়-

রাস্তাগুলো হচ্ছে চাদর, গরম পিচের রঙে,
খিদের জ্বালা..জেব্রাক্রসিং নিয়মভেঙে পেরোয়।

কে আগে পাই,কে তার পিছে,
রক্তগুলি সেদ্দ হবে এখন...
শ্মশান কবর একই ব্যপার,
সেখানে শোয়া,এদের দেখি বারণ।


©আজাহারুল ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন