______রঙ
শ্যামাপদ মালাকার
--"এ-কি কথা শোনালি সখী!- সে আমারে রঙে রাঙাতে চায়-! আর আমি কি না হেরে যাবো!
না - না - না - সখী, তা হয় না- -
আমি যে শুধু তার-- তার অপেক্ষায় রবো- তারে গিয়ে বল,--
তুই তারে গিয়ে বল,-
দিনের প্রথম শিশিরের একরাশ মুগ্ধতা নিয়ে তার অপেক্ষায় দিন গুনিব!
শবণমস্নাত প্রভাতের কোমল সোনারোদের স্পর্শে- জগতের নিখিল শুভ্রতা বুকে নিয়ে এক বর্ণিল সুশোভিত-কুসুমিতমর্মর মুহূর্তের জন্যে আমি শুধু তার!
সখী!-- অকাল ঝড়ে বিনাশপ্রাপ্ত যদি হয় সারা সভ্যতা-- উত্তাল সমুদ্রতরঙ্গে খণ্ড-বিখণ্ড যদি হয় সকল মানবতা
তবু আমি তার রঙে রাঙিব!
সাঁঝের দীপ্তশিখা আর শঙ্খধ্বনির সহায়তায় বেঁধে রাখবো আপনাকে
কোমল - নির্মল - পরিমলময় করে!
তোর নিকটে শুধু পার্থনা সখী-
তারে দিয়ে একটি প্রতিশ্রুতি করিয়ে নিবি-"অন্তরে যেন সেই রঙ নিয়ে আসে- যে রঙ মুছিলেও মোছা যায় না-
যে রঙ লাগলে কলঙ্কিনী হয়ে যায়" --সেই রঙে আমি ডুবিব!"।।
-------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন