ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৫ মার্চ, ২০১৮


______দোল উৎসব
                 মৌসুমী ভৌমিক

শীত শেষে ঐ এলো রে বসন্ত

হৃদয়ে দখিনা হাওয়ার মিষ্টি হসন্ত।

রঙের উৎসব এলো যে দোল

মিলন খেলা প্রাণে জাগায় হিল্লোল।

রঙের নেশায় আজ মেতেছে ফাগুন

ডালে ডালে অশোক পলাশের আগুন।

বসন্তের রোদেলায় শোনো উৎসব গান

আকাশ ধরণী তলে বাজে মধুময় তান।

আবীর রাঙা মুখটি আজ বহু অনুরাগে

পরশে পরশে উল্লসিত, মোহন আবেগে।

কুঞ্জে কুঞ্জে ভ্রমর গুঞ্জে, বাতাস ওঠে নেচে

মনের মাঝে খুশির দোল, আজ নিঃসঙ্কোচে। লাল অশোকে লাল পলাশে একটু বাঁধো মন

নবীন পাতায় মহাকল্লোলে উন্মুখ পলাশ বন।

দোলের দোলা স্থলে জলে, ঐ যে বনতলে

রাই-কানাইয়ের প্রেম-রাগ, দোলা দেয় পলে পলে।

লাল সবুজে আবীর মেখে, বুকে ঢেউ ছলাৎ ছল

উথাল পাথাল শিমূল পলাশ, নীল যমুনার জল।

কৃষ্ণচূড়া ঝুঁটি বেঁধে মেতেছে বসন্ত নৃত্যে

পাঁপড়ি মেলে পুষ্প হাসে আনন্দিত চিত্তে।

দোল পূর্ণিমায় রঙ গুলাবে খুশির হিল্লোল

সহস্র প্রাণে আজ বসন্ত ঝংকার তরঙ্গকল্লোল।
               --------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন