৪.)
অচেনা পৃথিবী
----বিশ্বজিৎ মহলদার। ( ভদ্রপুর)
এমনি করেই পেরিয়ে যাব জীবনের বাকী সময়
নিরন্তর সংশয়ে, আনন্দে বা বিষাদে
অচেনা পৃথিবীতে।
সময়ের পরিসীমাটা পড়ে রইলো আনন্দে, উৎসাহে
নিবোধ কান্নারশিশু বুকে, দুঃখ বা বিষাদে
অচেনা পৃথিবীতে।
এমনি আমায় ডাকে রাঙা আলোর দেশে
দেহটাকে ঝলসানের জন্যে, উৎসাহে বা পাপে
অচেনা পৃথিবীতে।
আমি চিনতাম,জানতাম না! হয়তো
বোধদাতা মানুষের মনটাকে, আনন্দে বা দুঃখে
অচেনা পৃথিবীতে।
হতাম যদি আদিম ইংরেজ দেশের ছেলে!
পাথর বুকে মারতো আমার গর্ভধারনী মা, দুঃখে বা বিষাদে
অচেনা পৃথিবীতে।
চিনে যেতে পারবে কি না! ঘুমন্তরাজদেশে, অব্যক্ত রহস্য পেরিয়ে
অচৈন্য পৃথিবীতে।
আনন্দে,দুঃখে, বিষাদে মরবে এই জন্মে, সংশয়ে , দেখে যেতে দাও হে প্রভু --
এই অ চেনা পৃথিবীকে।
অচেনা পৃথিবী
----বিশ্বজিৎ মহলদার। ( ভদ্রপুর)
এমনি করেই পেরিয়ে যাব জীবনের বাকী সময়
নিরন্তর সংশয়ে, আনন্দে বা বিষাদে
অচেনা পৃথিবীতে।
সময়ের পরিসীমাটা পড়ে রইলো আনন্দে, উৎসাহে
নিবোধ কান্নারশিশু বুকে, দুঃখ বা বিষাদে
অচেনা পৃথিবীতে।
এমনি আমায় ডাকে রাঙা আলোর দেশে
দেহটাকে ঝলসানের জন্যে, উৎসাহে বা পাপে
অচেনা পৃথিবীতে।
আমি চিনতাম,জানতাম না! হয়তো
বোধদাতা মানুষের মনটাকে, আনন্দে বা দুঃখে
অচেনা পৃথিবীতে।
হতাম যদি আদিম ইংরেজ দেশের ছেলে!
পাথর বুকে মারতো আমার গর্ভধারনী মা, দুঃখে বা বিষাদে
অচেনা পৃথিবীতে।
চিনে যেতে পারবে কি না! ঘুমন্তরাজদেশে, অব্যক্ত রহস্য পেরিয়ে
অচৈন্য পৃথিবীতে।
আনন্দে,দুঃখে, বিষাদে মরবে এই জন্মে, সংশয়ে , দেখে যেতে দাও হে প্রভু --
এই অ চেনা পৃথিবীকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন