ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৫ মার্চ, ২০১৮

____চৌকাটে বসন্ত
                 সুদীপ্ত সেন

তুমি জেগে ওঠো সন্ন্যাসি
দেখো গল্প গুলো লেপ সরিয়েছে
তোমার রেলিং জুড়ে রোদের ছায়া

টি
ং   ( কোলিং বেল)



দেখো বসন্ত এসেছে! চৌকাটে একলা দাঁড়িয়ে
আলিঙ্গন করো,আবির ছোঁয়াও তাকে।
দেখো আকাশ নীলাভ আজ
বসন্ত পৌরির ডাক শোনা যায় আমার আমড়া গাছের ডালে।

তুমি চেয়ে দেখো সন্ন্যাসি
সবুজ পারের হলুদ শাড়ী জরিয়ে নাও গায়ে
আবির রাঙাবো তোমায়, সেবার ছোঁয়ানো হয়নি!
দূরে কানাই বাঁশি বাজাবে
আলিঙ্গন করো, আবির ছোঁয়াও
চেয়ে দেখো বসন্ত এসেছে চৌকাটে।।
       ----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন