১২.)
আমরা টিনেজার
- সুদীপ্ত দেবনাথ
টিনেজার - সত্যি এই জীবনটা বড় অদ্ভুত ৷
মনে হয় যেন আমরা স্বর্গের কোনো দূত ৷
আমাদের এই বয়স যেন এক
ঝর ঝঞ্ঝাটের কাল ,
চারিদিকে পাতা আছে বিপদের জাল ৷
জমে বিশ্বাস-অবিশ্বাসের পালা ৷
সত্যিই আমাদের খুব জ্বালা ৷
মনের মঞ্চে অনুভব করে খেলা,
সেই মঞ্চে বসে অনুভবের মেলা ৷
যেন আমরা জীবন নদীর ভেলা ৷
তবে হ্যাঁ, এই সময়টা আসে সকলের জীবনে ,
মানুষ পাগল হয় প্রেম নামক কোনো এক
বিভ্রান্তির গুঞ্জনে ৷
এখন ভালো লাগা ও মন হারানোর সময় ৷
তবু অনেক সময় ব্যথা পেতে হয় ৷
মধুর স্বপ্ন দেখে দিন রাত ৷
কখনও বা ঘটে পড়াশোনার ব্যঘাত ৷
আমাদের মধ্যেই আছে উল্লাস ও উচ্ছাস ,
আছে শরীর ও মনের বিকাশ ৷
আমাদের মধ্যেই আছে মহান আদর্শ ,
আছে মহান লক্ষ্য ও উদ্দেশ্য ৷
আমরাই করি ভালো মন্দের বিচার ,
আমরা মান্য করি দেশের সংস্কৃতি ও শিষ্ঠাচার ৷
টিনেজার - এ যেন এক নব তেজ , নব প্রাণ ;
তাইতো আমরাই করি নির্দ্বিধায় জীবন দান ৷
আমরা টিনেজার
- সুদীপ্ত দেবনাথ
টিনেজার - সত্যি এই জীবনটা বড় অদ্ভুত ৷
মনে হয় যেন আমরা স্বর্গের কোনো দূত ৷
আমাদের এই বয়স যেন এক
ঝর ঝঞ্ঝাটের কাল ,
চারিদিকে পাতা আছে বিপদের জাল ৷
জমে বিশ্বাস-অবিশ্বাসের পালা ৷
সত্যিই আমাদের খুব জ্বালা ৷
মনের মঞ্চে অনুভব করে খেলা,
সেই মঞ্চে বসে অনুভবের মেলা ৷
যেন আমরা জীবন নদীর ভেলা ৷
তবে হ্যাঁ, এই সময়টা আসে সকলের জীবনে ,
মানুষ পাগল হয় প্রেম নামক কোনো এক
বিভ্রান্তির গুঞ্জনে ৷
এখন ভালো লাগা ও মন হারানোর সময় ৷
তবু অনেক সময় ব্যথা পেতে হয় ৷
মধুর স্বপ্ন দেখে দিন রাত ৷
কখনও বা ঘটে পড়াশোনার ব্যঘাত ৷
আমাদের মধ্যেই আছে উল্লাস ও উচ্ছাস ,
আছে শরীর ও মনের বিকাশ ৷
আমাদের মধ্যেই আছে মহান আদর্শ ,
আছে মহান লক্ষ্য ও উদ্দেশ্য ৷
আমরাই করি ভালো মন্দের বিচার ,
আমরা মান্য করি দেশের সংস্কৃতি ও শিষ্ঠাচার ৷
টিনেজার - এ যেন এক নব তেজ , নব প্রাণ ;
তাইতো আমরাই করি নির্দ্বিধায় জীবন দান ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন