ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

সম্পাদকীয় কলমে..........

"জলফড়িং মানেনা কখনোই কোনো কাঁটাতার
নিয়মের ঘেরাটোপে দূর করবে বিরোধের বার।"
                 ______সুনন্দ


        জলফড়িং নিজস্ব নিয়মেই গড়ে উঠেছে। হয়তো কিছুদিন পরিচালনার অভাবে প্রায় থমকে গিয়েছিল, কিন্তু না! এখন আবার সক্রিয় ভূমিকা নিয়েছে সকল সদস্যরা। 
        ‎এটা একটা অনলাইন মাসিক পত্রিকা। 'সমকামিতা' বিষয়কে সামনে রেখেই চলছে প্রস্তুতি। এরই মাঝে "বিশ্ব কবিতা দিবস" এর উদ্দেশ্যে হঠাৎ ইভেন্ট রাখা হয়েছিল। তাতে ভালোই সাড়া পড়েছে নতুন লেখক/লেখিকদের।
        ‎আমরা সকলেই দায়বদ্ধ জলফড়িং-কে উঁচুদরের জায়গায় পৌঁছে দিতে। পেশা হোক বা নেশা--- সবই ফুটে উঠুক এই পাতায়। কামনা করি জলফড়িং সুন্দর হোক ও সাফল্য পাক। নির্ভেজাল কাঁটাতারের সীমানা ছিঁড়ে সৌহার্দ্য গড়ে উঠুক।
        ‎আমরা জানি এখানে সবাই নতুন লিখছি। অনেকেরই হয়তো কাঁচা হাত। তা বলে তাদের থামিয়ে দেওয়া আমাদের লক্ষ্য নয়। দক্ষ কারিগর করতে নিশ্চয়ই এগিয়ে আসবে জলফড়িং। এর সাথে অন্যান্য পরিবার/ব্লগ এর কোনো সম্পর্ক নেই। আমরা স্বতন্ত্র। আমাদের জলফড়িং অন্যতম।
        ‎নিজেদের লক্ষ্যে অটল থেকে পরিশীলিত ও মার্জিত করে তুলব জলফড়িং এর পাতা। সকল লেখক/লেখিকা দের সাদরে আহ্বান জানাচ্ছি। আবেদন রাখছি নিজের নিজের ভাবধারা মেলে ধরুন। কে বলতে পারে? আপনিও একদিন সুনীল, শঙ্খ কিংবা শ্রীজাত হতে পারেন! আপনার লেখা সকলকেই আকৃষ্ট করুক----শুভেচ্ছা ও শুভকামনা।
        ‎         ---------------------------

         
        ‎

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন