নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

সম্পাদকীয় কলমে..........

"জলফড়িং মানেনা কখনোই কোনো কাঁটাতার
নিয়মের ঘেরাটোপে দূর করবে বিরোধের বার।"
                 ______সুনন্দ


        জলফড়িং নিজস্ব নিয়মেই গড়ে উঠেছে। হয়তো কিছুদিন পরিচালনার অভাবে প্রায় থমকে গিয়েছিল, কিন্তু না! এখন আবার সক্রিয় ভূমিকা নিয়েছে সকল সদস্যরা। 
        ‎এটা একটা অনলাইন মাসিক পত্রিকা। 'সমকামিতা' বিষয়কে সামনে রেখেই চলছে প্রস্তুতি। এরই মাঝে "বিশ্ব কবিতা দিবস" এর উদ্দেশ্যে হঠাৎ ইভেন্ট রাখা হয়েছিল। তাতে ভালোই সাড়া পড়েছে নতুন লেখক/লেখিকদের।
        ‎আমরা সকলেই দায়বদ্ধ জলফড়িং-কে উঁচুদরের জায়গায় পৌঁছে দিতে। পেশা হোক বা নেশা--- সবই ফুটে উঠুক এই পাতায়। কামনা করি জলফড়িং সুন্দর হোক ও সাফল্য পাক। নির্ভেজাল কাঁটাতারের সীমানা ছিঁড়ে সৌহার্দ্য গড়ে উঠুক।
        ‎আমরা জানি এখানে সবাই নতুন লিখছি। অনেকেরই হয়তো কাঁচা হাত। তা বলে তাদের থামিয়ে দেওয়া আমাদের লক্ষ্য নয়। দক্ষ কারিগর করতে নিশ্চয়ই এগিয়ে আসবে জলফড়িং। এর সাথে অন্যান্য পরিবার/ব্লগ এর কোনো সম্পর্ক নেই। আমরা স্বতন্ত্র। আমাদের জলফড়িং অন্যতম।
        ‎নিজেদের লক্ষ্যে অটল থেকে পরিশীলিত ও মার্জিত করে তুলব জলফড়িং এর পাতা। সকল লেখক/লেখিকা দের সাদরে আহ্বান জানাচ্ছি। আবেদন রাখছি নিজের নিজের ভাবধারা মেলে ধরুন। কে বলতে পারে? আপনিও একদিন সুনীল, শঙ্খ কিংবা শ্রীজাত হতে পারেন! আপনার লেখা সকলকেই আকৃষ্ট করুক----শুভেচ্ছা ও শুভকামনা।
        ‎         ---------------------------

         
        ‎

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন