ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২১ মার্চ, ২০১৮


  বন্দি পাখি

খাঁচার ভিতর বন্দি পাখি
দূরের আকাশ দেখে....
ইচ্ছে জাগে পাড়ি দেওয়ার
সোনালি রোদ মেখে....
খোলা আকাশ,মুক্ত বাতাস
আর অনেকখানি প্রাণ....
কিন্তু এই খাঁচার ভিতর
আটক তার জান....
লোহার গারদ, পায়ের বেড়ি
লাগাম দিচ্ছে টান....
টানের টানে বিষিয়ে ওঠে
হৃদয় খান খান....
বলবে কাকে ?শিকল খোলো
খোলো খাঁচার দরজা....
শুনবে সেকি ! বুঝবে তার
বন্দি থাকার লজ্জা....
প্রকৃতি দিলো স্বাধীনভাবে
সবার বাঁচার অধিকার....
তবু কেন এমনভাবে
মিথ্যা বাঁচার অঙ্গীকার....
এমনভাবে বাঁচা কে কি
সত্যি বাঁচা বলা যায় ?
একটিবার বন্দি পাখি উড়িয়ে দেখো, বাঁচা কারে কয়....।।
                          (পাখি পাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন