_____ বাহার :
তুষারকান্তি রায়
আসলে তোমার ধারণা বুকে
আলাদা মাত্রা এনে দেয়! ভবঘুরে চকখড়ি দিয়ে তোমার প্রতিটি মুদ্রা এঁকে রাখি আমাদের চোখের তারায়, পায়ে পায়ে মুদ্রাদোষ । এইবার আমরা নৃত্যের তালে তালে পৌঁছে যাবো প্রত্যাশার প্রত্যন্ত গ্রাম ও শহরে ।
এখান থেকেই শুরু করি ধনধান্যপুষ্প! শিমুল ! বাহার!
নদীর টংকার!
যে কোন ত্রাণের দামে কিনে নিই
বাসট্রামঅটোরিকশা - মিছিল - পোস্টার? বিবিধ পার্টির
কাছে বিক্রি হয়ে যাওয়া পলাশ পাতার দেশ , কবিতা ! আদর!
-----------------------
তুষারকান্তি রায়
আসলে তোমার ধারণা বুকে
আলাদা মাত্রা এনে দেয়! ভবঘুরে চকখড়ি দিয়ে তোমার প্রতিটি মুদ্রা এঁকে রাখি আমাদের চোখের তারায়, পায়ে পায়ে মুদ্রাদোষ । এইবার আমরা নৃত্যের তালে তালে পৌঁছে যাবো প্রত্যাশার প্রত্যন্ত গ্রাম ও শহরে ।
এখান থেকেই শুরু করি ধনধান্যপুষ্প! শিমুল ! বাহার!
নদীর টংকার!
যে কোন ত্রাণের দামে কিনে নিই
বাসট্রামঅটোরিকশা - মিছিল - পোস্টার? বিবিধ পার্টির
কাছে বিক্রি হয়ে যাওয়া পলাশ পাতার দেশ , কবিতা ! আদর!
-----------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন