নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২১ মার্চ, ২০১৮

৭.)
   কবিতা তোর জন্য
          -----পালি সরকার ঘোষ

কবিতা তোর জন্য , হাজার মাইল হাটতে পারি।
কবিতা তোর জন্য , একমুঠো আকাশ খুঁজতে পারি । 
কবিতা তোর জন্য প্রেমিকার ভালোবাসা মাড়িয়ে হেটে যেতে পারি ।
কবিতা তোর জন্য অস্তিত্বের লড়াইয়ে ক্ষতবিক্ষত হতে পারি ।
কবিতা তোকে ভালোবেসে বুকের গহনের রক্তক্ষরণ টাকে চেপে যেতে পারি ।
কবিতা তোকে ভালোবেসে মরে যেতে পারি , মরে যেতে পারি ।
                 **------------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন