বৃষ্টি এলে
সায়ন দাস
বৃষ্টি এলে ভীড়ের মাঝে অন্যরকম মনে
বৃষ্টি নামুক তোমার চোখে ভীষণ সঙ্গোপনে।
হারিয়ে ফেলার একটু আগে যেসব হাতছানি,
খুব গুছিয়ে বললে তাকে বিচ্ছেদ বলে জানি।
গাছের পাতায় কিংবা আকাশ বিষন্নতার তীরে
সমস্তটাই নির্বান্ধব তোমার কাছে ফিরে—
জমাট বাঁধে অশ্রু হয়ে কত চোখের সারি
বৃষ্টি নামে তোমার চোখে আকাশ ভীষণ ভারী।
চোখের জলের উৎস হয়ে কেউ বা গেছে রয়ে,
তাকে এবার মুক্ত করো বৃষ্টিজলে ধুয়ে।
আকাশ-মাটির সমান্তরাল বৃষ্টি নামে যত
সারিয়ে তুলুক মেঘের কাছে তোমার রাখা ক্ষত।
খুবববব সুন্দর
উত্তরমুছুন